হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে ধরলা নদীতে মিলল যুবকের লাশ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রতীকী ছবি

কুড়িগ্রামে ধরলা নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাতপরিচয় যুবকের (৩২) লাশ পাওয়া গেছে। নৌ পুলিশ আজ সোমবার দুপুরে সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের বাংটুরঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে।

চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইমতিয়াজ কবির আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বাংটুরঘাটের কাছে ধরলা নদীতে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে নৌ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, এটি উজান থেকে ভেসে এসেছে।

খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত শাখার (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আইসি ইমতিয়াজ বলেন, ‘ঈদের দিন সবকিছু বন্ধ থাকায় লাশ উদ্ধারে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে। লাশের পরিচয় ও কোথায় থেকে এটি এসেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। সিআইডি নমুনা সংগ্রহ করেছে। দু-এক দিনের মধ্যে পরিচয় জানা যেতে পারে। এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা নথিভুক্ত করা হবে।’

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ শতক জমির বিরোধে ঝরল ভাই-বোনসহ তিনজনের প্রাণ

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩

ফায়ার সার্ভিস স্টেশনের গাড়িচালকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রাথমিকে মিড ডে মিল: শুরুতেই গলদ, সুফল নিয়ে শঙ্কা

কুড়িগ্রামের চার আসন: বড় ফ্যাক্টর হতে পারে জাতীয় পার্টির ভোট

মায়ের ‘কর্মসংস্থানে’ মেয়েদের সুরক্ষা

কৃষি কর্মকর্তাকে মারধর, কৃষক দলনেতাসহ ৩ জনের নামে মামলা

ভটভটিচাপায় চালক নিহত