হোম > সারা দেশ > কুড়িগ্রাম

বাসের ধাক্কায় ভাঙল যাত্রী ছাউনি ও বৈদ্যুতিক খুঁটি 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিয়ন্ত্রণ হারিয়ে এস এন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস যাত্রী ছাউনি ও বিদ্যুতের খুঁটি ভেঙে ফেলেছে। এছাড়া বাসের ধাক্কায় এক ব্যক্তির ঘরের টিনের চাল ও বেড়াও ভেঙে যায়। 

আজ রোববার সকাল ৭টার দিকে ভূরুঙ্গামারী উপজেলারা জয়মনিরহাট ইউনিয়নের আইকুমারীভাতির ঘনআমবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে বাস চালকের সহকারী আহত হয়েছেন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এসএন পরিবহন নামের বাসটি ঢাকা থেকে ৪–৫ জন যাত্রী নিয়ে আসছিল। বাসটি আইকুমারীভাতি এলাকায় পৌঁছালে সড়কের পূর্ব পাশে যেতে থাকে। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা যাত্রী ছাউনিতে ধাক্কা দিয়ে পাশে থাকা বিদ্যুতের খুঁটি ভেঙে ফেলে। এর পাশেই আব্দুল জলিল নামের এক ব্যক্তির ঘরে ধাক্কা দেয় বাসটি। এতে ঘরের টিনের চাল ও বেড়া ভেঙে যায়। পাশপাশি বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। তবে ঘটনার সময় ওই ঘরে কেউ ছিলেন না। 

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ঘরের মালিক আব্দুল জলিল বলেন, ‘সকাল ৭টার দিকে এস এন নামের একটি বাস আমার ঘরের টিনের চাল ও বেড়া ভেঙে ফেলে।’ 

এস এন পরিবহনের ভূরুঙ্গামারী কাউন্টার ম্যানেজার জাকির বলেন, ‘বাসের হেলপার কুদ্দুস (৩৬) মারাত্মক আহত হয়েছেন। তিনি হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।’ 

জয়মনিরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ বলেন, বাসের ধাক্কায় যাত্রী ছাউনি ও বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। 

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেনি।

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শোওয়ার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি