কুড়িগ্রামর ফুলবাড়ীতে কুকুরের কামড়ে আহত শিক্ষার্থী হাসান আলী (১৪) মারা গেছে। সে উপজেলার কুঠিবাড়ি মডার্ন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
মঙ্গলবার (৭ মে) দুপুর ১টায় রংপুর মেডিকল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলার সদর ইউনিয়নের ভুতমারী চন্দ্রখানা গ্রামের জায়েদুল হকের ছেলে।
হাসান আলীর দাদী স্বপ্না বেগম জানান, গত ১০ এপ্রিল হঠাৎ করেই উপজেলার পানিমাছকুটি গ্রামে পাগলা কুকুরের উৎপাত বেড়ে যায়। নাতি হাসান আলী উপজেলা চত্বরের শিশুপার্কে বেড়াতে যায়। পাগলা কুকুরগুলোর একটি দল ওই স্থানে একটি ছাগলকে কামড়ে আহত করে। সে ছাগলটিকে রক্ষায় এগিয়ে গেলে একটি কুকুর তাকে কামড়ে ক্ষতবিক্ষত কর। বাড়ি ফিরে বিষয়টি জানালে তাকে স্থানীয় বাজারের ওষুধের দোকান থেকে টিকা দেওয়া হয়। দুটি টিকা প্রয়োগের পর সে হাঁটাচলার ক্ষমতা হারিয়ে ফেলে। অবস্থার অবনতি হলে সোমবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।
কুটিবাড়ী মডার্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগার আলী বলেন, হাসান আলী আমাদের বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিল। কুকুরের কামড়ে আহত হয়ে বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিল।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ অ্যান্ড এফপিও) ডা. সুমন কান্তি সাহা জানান, পাগলা কুকুরে কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে টিকা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। এখানে টিকা না থাকায় জেলা সদর হাসপাতাল থেকে টিকা সংগ্রহ করে প্রয়োগের পরামর্শ দেওয়া হয়েছে।