হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ভাতিজার রক্তাক্ত শরীর দেখে ফুফুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটের কিশামত পুনকর গ্রামের এনামুল হক (৩০) নামের এক যুবকের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে ছুরিকাঘাত করেন একই গ্রামের রাশেদুল ইসলাম নামের এক তরুণ। গুরুতর আহত এনামুল হকের রক্তাক্ত শরীর দেখে তাঁর ফুপু মিনা বেগম হার্ট অ্যাটাক করে মারা গেছেন। 

ঘটনাটি গতকাল বুধবার রাতের। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর সত্যতা নিশ্চিত করেছেন। রাশেদুল ইসলামকে এরই মধ্যে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আর্থিক লেনদেনের জেরে বুধবার রাতে কিশামত পুনকর গ্রামের এনামুল হকের সঙ্গে একই গ্রামের রাশেদুল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাশেদুলের ছুরিকাঘাতে এনামুল গুরুতর জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে দৌড়ে আসেন এনামুলের ফুফু মিনা বেগম (৪৮)। এ সময় ভাতিজার রক্তাক্ত দেহ দেখে সেখানেই সংজ্ঞা হারান মিনা বেগম। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী রাশেদুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। 

এ বিষয়ে রাজারহাট থানার ওসি রাজু সরকার বলেন, ‘ভাতিজাকে রক্তাক্ত অবস্থায় দেখে মিনা বেগম হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে জানতে পেরেছি। অভিযুক্ত রাশেদুলকে বুধবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আহত এনামুলের বড় ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন। 

‘বিএনপিতে আসা আ.লীগ নেতা-কর্মীরা বুক ফুলিয়ে চলাফেরা করবেন, ওসির সঙ্গে মিউচুয়াল করে নিব’

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শোওয়ার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ