হোম > সারা দেশ > কুড়িগ্রাম

‘বানের পানি আসলে হামার বিপদ হয়’

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

‘বানের পানি আসলে হামার বিপদ হয়’, ‘হাটবাজার করবের পায় না’, ‘অল্প এহনা ঝড়ি হইলে পানি জমি থাকে’-এসব কথা বলছিলেন কুড়িগ্রামের চিলমারীর রমনা মডেল ইউনিয়নের সুরাইয়া বেগম (৪৫), আমিনুল ইসলাম (৫২), মজনু মিয়া (৩৪)।

জানা যায়, উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা এলাকার মাঠের পাড় ভোলার ছড়ায় ২০১৫ সালের বন্যায় ভেঙে যায় চলাচলের একমাত্র রাস্তাটি। পরে স্থানীয়দের আবেদনের পরিপ্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের মাধ্যমে দুর্ভোগ কমাতে একটি কাঠের সাঁকো নির্মাণ করা হয়। স্থানীয়দের উদ্যোগে সেখানে আরও একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। 

গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী আতিকা ও মারুফা আক্তার বলেন, ‘আমরা এই সাঁকো দিয়ে প্রতিদিন কলেজ যাতায়াত করি। এইদিক দিয়ে যাতায়াত করতে ভয় লাগে, নড়বড়ে সাঁকোটা অনেক ঝুঁকিপূর্ণ। এখন যদি সরকারের মাধ্যমে এখানে একটা রাস্তাসহ ব্রিজ নির্মাণ করে দেয় তাহলে ভালোভাবে চলাচল করতে পারব।’ 

স্থানীয় সুফিয়া বেগম (৫০) বলেন, ‘বানের পানি আইসলে ছাও পাওয়া নিয়ে খুব বিপদে পরতে হয়। কখন জানি পানিতে পরে কোনো দুর্ঘটনা ঘটে।’ 

এ বিষয়ে ইউপি সদস্য মনসুর আলী বলেন, ‘এখানে চলাচল করতে অনেক সমস্যা হয়। যদি এটা স্থানীয় প্রশাসন নজরে নিয়ে রাস্তাসহ একটি ব্রিজ করে দেন তাহলে এই দুর্ভোগ থেকে এখানকার মানুষ মুক্তি পাবে। আমি বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানাব।’ 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাহবুবুর রহমান বলেন, সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শোওয়ার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি