হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে ৪ শিশু নিখোঁজ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে আপন ভাই-বোনসহ চার শিশু নিখোঁজ হয়েছে। আজ বুধবার এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯ টা) তাদের খোঁজ মেলেনি।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বদেব রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে ডুবরি দল উদ্ধার কাজে যোগ দেওয়ার কথা রয়েছে।’

শিশুরা হলো–বাঘমারা গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল (৭), অষ্টাশির চর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (৭), আহাদ আলীর মেয়ে আঁখি খাতুন (৯) ও ছেলে আতিক হোসেন (৭)। এদের মধ্যে জুয়েল ৪র্থ শ্রেণি ও অন্যরা প্রথম শ্রেণির শিক্ষার্থী। তারা উপজেলার নারায়ণপুর ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডের বাঘমারা গ্রামের বাসিন্দা।

জুয়েলের চাচাতো ভাই আলাল উদ্দিন জানান, বুধবার দুপুরে গ্রামের পাঁচ শিশু ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এ সময় হঠাৎ আকাশ খারাপ করে এবং আকস্মিক বাতাস বইতে থাকে। এমন পরিস্থিতিতে এক শিশু পাড়ে উঠতে পারলেও অপর চারজন স্রোতের টানে নদে ডুবে যায়। খবর পেয়ে গ্রামের বেশ কয়েকজন মিলে তাদের খোঁজাখুজি শুরু করে। কিন্তু দুপুর গড়িয়ে সন্ধ্যা নামলেও তাদের পাওয়া যায়নি।

নারায়নপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘নদে গোসল করতে নেমে চার শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। রাত পর্যন্ত কাইকে খুঁজে পাওয়া যায়নি।’

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শোওয়ার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি