হোম > সারা দেশ > রংপুর

নাগেশ্বরীতে স্ত্রীর চায়ের দোকান থেকে স্বামীর মরদেহ উদ্ধার

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় স্ত্রীর চায়ের দোকান থেকে স্বামী হযরত আলীর (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার পয়রাডাঙ্গা দাদামোড় এলাকায় বাড়ির অদূরে থাকা স্ত্রীর চায়ের দোকান থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়। 

নিহত হযরত আলী উপজেলার পয়রাডাঙ্গা গ্রামের মৃত্যু আছমত আলীর ছেলে। তিনি পেশায় একজন ভাঙারি ব্যবসায়ী। 

হযরত আলীর স্বজন এবং স্থানীয়রা জানান, ভ্যানগাড়িতে গ্রামে গ্রামে ঘুরে ফেলে দেওয়া জিনিস (ভাঙারি) কিনে মহাজনের কাছে বিক্রি করেন। তাঁর দ্বিতীয় স্ত্রী ফিরোজা বেগম বাড়ির পাশে দাদামোড়ে একটি চায়ের দোকান করেন। শনিবার সন্ধ্যায় ওই চায়ের দোকানের যান হযরত আলী। পরে রাত ২টার দিকে স্বজনদের মোবাইল ফোনে তাঁর মৃত্যুর কথা জানান ফিরোজা বেগম। 

হযরত আলীর বোনের ছেলে (ভাগনে) সোলায়মান রনি বলেন, ‘রাত ২টায় মামি ফিরোজা বেগমের ফোন পাই। ফোনে তিনি জানান, তার মামা (হযরত) রাত ১১টায় অসুস্থ হয়ে পড়ে এবং ২টার কিছু আগে মারা যায়। আমরা এসে দেখি চায়ের দোকানে একটি টেবিলের ওপর পড়ে আছে মামার দেহ। মামার মৃত্যু আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে।’ 

হযরত আলীর ভাইয়ের ছেলে (ভাতিজা) মতিয়ার রহমান জানান, বেশ কিছুদিন থেকে চাচির অন্য লোকের সঙ্গে অনৈতিক সম্পর্ক আছে এমন সন্দেহে চাচা ও চাচি মধ্যে ঝগড়া ঝাঁটি চলে আসছিল। এই জেরে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। 

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবিউল হাসান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শোওয়ার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি