হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রাম সরকারি কলেজের স্নাতক ইতি বুয়েটে স্নাতকোত্তর ভর্তিতে প্রথম

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে গণিতে স্নাতক (সম্মান) কুড়িগ্রামের জান্নাতুল ফেরদৌসী ইতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্নাতকোত্তর ভর্তি পরীক্ষায় গণিত বিভাগে প্রথম হয়েছেন। কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ইতির বাড়ি কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের জোরগাছ বাজার এলাকায়। তিনি ওই এলাকার মো. চান মিয়া ও কাজল বেগম দম্পতির মেয়ে। ২০১৩ সালে জিপিএ-৫ নিয়ে এসএসসি এবং ২০১৫ সালে জিপিএ-৪.৫৮ নিয়ে এইচএসসি পাস করেন ইতি।

এরপর ২০১৬-১৭ সেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কুড়িগ্রাম সরকারি কলেজে গণিত বিভাগে স্নাতক শ্রেণিতে ভর্তি হন। তিনি জিপিএ-৩.৯৩ (আউট অব ৪) নিয়ে অনার্স পাস করেন। পরে তিনি কুড়িগ্রাম সরকারি কলেজে একই বিভাগে মাস্টার্সে ভর্তি হন।

বুয়েটে স্নাতকোত্তরে ভর্তি পরীক্ষায় এমন সাফল্যের বিষয়ে ইতি বলেন, ‘গত শনিবার বুয়েটের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার এই ফল প্রকাশিত হয়। ফল শুনে প্রথমে বিশ্বাস করতে পারিনি। পরে তালিকা দেখে নিশ্চিত হলাম যে নামটা আমারই। আনন্দে আপ্লুত হয়ে পড়েছিলাম তখন।’

ইতি আরও বলেন, ‘অনার্স দ্বিতীয় বর্ষ থেকেই বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েট করার ইচ্ছা ছিল। এরপর এবার বুয়েটের গণিত বিভাগে ভর্তি পরীক্ষা দিই। আল্লাহর অশেষ রহমতে সুযোগ পেয়েছি।’

মেধাবী এই শিক্ষার্থী বলেন, ‘বর্তমানে কুড়িগ্রাম সরকারি কলেজে মাস্টার্সে ভর্তি হলেও এখন তা বাতিল করে বুয়েটে ভর্তি হব। আমার ইচ্ছে, বিসিএস করে প্রশাসন ক্যাডারে চাকরি করব। তবে ভবিষ্যতে গবেষণা করার সুযোগ পেলে তা করার ইচ্ছে রয়েছে।’

কুড়িগ্রাম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও গণিত বিভাগের প্রধান মো. সাজ্জাদুর রহমান বলেন, ‘ফল প্রকাশের পর ইতি ফোন করে সুসংবাদটি জানিয়েছে। অনার্স দ্বিতীয় বর্ষে সে জিপিএ-৪ পাওয়ার পর আমরা তার প্রতি আরও যত্নশীল হই। ফাইনালেও তার ফলাফল ভালো। তার সাফল্যে আমরা আনন্দিত। আমরা ইতির উত্তরোত্তর সাফল্য কামনা করি।’

কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দিন বলেন, ‘এটা অবশ্যই আনন্দ ও গৌরবের খবর। কুড়িগ্রামের শিক্ষার্থীরা অনেক এগিয়ে যাচ্ছে। এভাবে আমরা একদিন সাফল্যে ভরে উঠব। ইতিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানাই।’

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি

সুদান হামলা: সন্তান ভূমিষ্ঠের আগেই পৃথিবী ছেড়ে যেতে হলো শান্তিরক্ষী শান্তকে

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা

পাঁচ দফা দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারীদের অবস্থান

পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

রোজার আগেই নির্বাচন হতে হবে, যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ শতক জমির বিরোধে ঝরল ভাই-বোনসহ তিনজনের প্রাণ

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩