হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ-৩: তথ্য গোপনে আ.লীগের আওলাদের মনোনয়নপত্র বাতিল, টিকল চুন্নুরটি

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ-৩ আসনে (করিমগঞ্জ-তাড়াইল) হলফনামায় মামলার তথ্য গোপন করায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। আজ রোববার বিকেল ৪টার দিকে মনোনয়নপত্রটি বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। 

আজ সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম। 

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদ বলেন, ‘আপিলের সুযোগ রয়েছে। আমি আপিল করব।’ 

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে কিশোরগঞ্জের ছয়টি আসনের মধ্যে তিনটি আসনের (১, ২ ও ৩) মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়। এই তিনটি আসনে মোট ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাঁদের মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বাতিল ও ২০ জনের মনোনয়নপত্র গৃহীত হয়েছে। 

গত ২৬ নভেম্বর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নৌকার টিকিটে মনোনীত প্রার্থীর তালিকায় তাঁর নাম ঘোষণা করেন। আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় গত ২৭ নভেম্বর কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ ছাড়েন আওলাদ। 

অন্যদিকে এ আসন থেকে জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। আজ তাঁর মনোনয়নপত্রটি গৃহীত হয়। মুজিবুল হক চুন্নু কিশোরগঞ্জ-৩ আসনের বর্তমান সংসদ সদস্য।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৫৭ প্রাথমিক স্কুল, ব্যাহত পাঠদান

কিশোরগঞ্জের ৬টি আসন: প্রতীক বরাদ্দের আগেই প্রচার

অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী রেহা কবিরের গণসংযোগ

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা