হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কুলিয়ারচরে নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অর্ধশত দোকানপাট ভাঙচুর করা হয়। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে কুলিয়ারচরের ফরিদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মধ্যে গুরুতর আহত একজনকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় কুলিয়ারচরের ফরিদপুর ইউনিয়নে নৌকার প্রার্থী আজিজুল্লাহ আজুর নির্বাচনী সভার আয়োজন করেন। রাত সাড়ে ৮টা পর্যন্ত মিটিং চলে। মিটিং শেষে ফেরার পথে আজিজুল্লাহকে সমর্থন না করায় জাকির ও মামুনের সঙ্গে আজিজুল্লাহর কিছু সমর্থকের সংঘর্ষ বাধে। 

এ সময় ইটপাটকেলের আঘাতে অন্তত ২৫ জন আহত হন। ঘটনায় বেশ কয়েকটি বাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয়। খবর পেয়ে কুলিয়ারচর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, কিছু উচ্ছৃঙ্খল সমর্থকের কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নজরদারি বাড়ানো হয়েছে। 

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

নির্বাচনী হলফনামা: কাজী রেহা কবিরের বার্ষিক আয় ৫ লাখ ৪৪ হাজার টাকা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার

মাটি কেটে বেড়িবাঁধ: ৮ মাসেও ভরাট করা হয়নি জমি

কিশোরগঞ্জে বিএনপির ৭ বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, চিন্তিত তৃণমূল নেতা-কর্মীরা