হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার 

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে শহরের জেলা স্মরণীর মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জেলা শহরের নগুয়া এলাকার পাপ্পু (২৭), একই এলাকার মুহাইমিন হাসান মামুন ওরফে আল মামুন (২৩) ও বগাদিয়া এলাকার মো. মারজান (২১)।

বৃহস্পতিবার র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বিষয়টি নিশ্চিত করেন বলেন, স্মরণীর মোড় এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সদস্য পাপ্পু, মামুন ও মারজানকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া তিনটি মোবাইল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, এলাকার কয়েকজন বন্ধু মিলে দীর্ঘদিন ধরে ছিনতাই করতেন। তাঁদের কাছে থাকা তিনটি মোবাইল ছিনতাইয়ের বলেও স্বীকার করেন। পরে আইনানুগ ব্যবস্থা নিতে তাঁদের কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) শ্যামল মিয়া বলেন, পাপ্পু একটি ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আর মামুন ও মারজান একটি ডাকাতি মামলার সন্দেহভাজন আসামি।

বিয়ের তিন বছরের মাথায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

নরসুন্দার তীর থেকে ৪ শতাধিক গ্রিল উধাও

বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, নিষেধ করায় তোপের মুখে ইউএনও

যুবদল নেতার মামলায় আসামি মৃত ব্যক্তি, হাজতি ও প্রবাসী

হাওরে বিদ্যুৎ সংযোগ: বাঁশের খুঁটিতে ৩৩,০০০ ভোল্টের লাইন

কিশোরগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে টমটম খাদে পড়ে চালকের মৃত্যু, আহত ৩

ইটনায় সংঘর্ষে প্রাণ গেল যুবকের

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলে এককাট্টা বিএনপির পাঁচ নেতা

ইটনায় যুবদল নেতার বিরুদ্ধে তিন বাড়িতে হামলা-লুটপাট চালানোর অভিযোগ

খোঁপার ভাঁজে লুকানো ২ হাজার ইয়াবা, ভৈরবে নারী আটক