হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার 

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে শহরের জেলা স্মরণীর মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জেলা শহরের নগুয়া এলাকার পাপ্পু (২৭), একই এলাকার মুহাইমিন হাসান মামুন ওরফে আল মামুন (২৩) ও বগাদিয়া এলাকার মো. মারজান (২১)।

বৃহস্পতিবার র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বিষয়টি নিশ্চিত করেন বলেন, স্মরণীর মোড় এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সদস্য পাপ্পু, মামুন ও মারজানকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া তিনটি মোবাইল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, এলাকার কয়েকজন বন্ধু মিলে দীর্ঘদিন ধরে ছিনতাই করতেন। তাঁদের কাছে থাকা তিনটি মোবাইল ছিনতাইয়ের বলেও স্বীকার করেন। পরে আইনানুগ ব্যবস্থা নিতে তাঁদের কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) শ্যামল মিয়া বলেন, পাপ্পু একটি ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আর মামুন ও মারজান একটি ডাকাতি মামলার সন্দেহভাজন আসামি।

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

নির্বাচনী হলফনামা: কাজী রেহা কবিরের বার্ষিক আয় ৫ লাখ ৪৪ হাজার টাকা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার