হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

দুই নাতির কাঁধে চড়ে ভোট দিতে এসেছেন চলৎশক্তিহীন আলী

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাচ্ছেন না ভোটাররা। তেমনি একজন ভোটার উপজেলার চণ্ডীপাশা গ্রামের বৃদ্ধ মোহাম্মদ আলী (৮০)। তিনি চলন ও বাকশক্তিহীন। তাঁর দুই নাতি মোজাম্মেল ও বাবুর কাঁধে চড়ে ভোটকেন্দ্রে আসেন। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে ইশারায় সন্তোষ প্রকাশ করেছেন তিনি। 

সরেজমিনে দুপুরে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ৭৮ নম্বর চণ্ডীপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। 

জানা যায়, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আজ সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাকুন্দিয়ার ৯টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। 

কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে ইভিএমের ধীরগতিতে ভোট গ্রহণ হয়। এতে ভোট দিতে এসে ভোগান্তি পোহাতে হয় ভোটারদের। 

বৃদ্ধের দুই নাতি বলেন, ‘দাদা চলাফেরা করতে পারেন না। ভালো করে কথাও বলতে পারেন না। আজ সকাল থেকে ভোট দেওয়ার জন্য বলছিলেন। তাই দুই ভাই কাঁধে করে দাদাকে ভোটকেন্দ্রে নিয়ে এসেছি। মেশিনের মাধ্যমে ভোট দিতে পেরে দাদা অনেক খুশি হয়েছেন।’ 

কিশোরগঞ্জে বিএনপির ৭ বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, চিন্তিত তৃণমূল নেতা-কর্মীরা

জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণ মেলেনি ছয় বছরেও

তীব্র শীতে শীতার্তদের পাশে কিশোরগঞ্জ জেলা প্রশাসন, রেলস্টেশনে কম্বল বিতরণ

পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল পৌনে ১২ কোটি টাকা

পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

মুরগি কেনার সিরিয়াল নিয়ে তর্ক, বৃদ্ধকে পিটিয়ে হত্যা

সুদানে ড্রোন হামলায় শহীদ পাকুন্দিয়ার সেনাসদস্য জাহাঙ্গীর আলমের দাফন

বিয়ের তিন বছরের মাথায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

নরসুন্দার তীর থেকে ৪ শতাধিক গ্রিল উধাও

বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, নিষেধ করায় তোপের মুখে ইউএনও