হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে চোর সন্দেহে গণপিটুনি, যুবক নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জ পৌর এলাকার আখড়াবাজার মদনী মসজিদের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। 

নিহত সাজু মিয়া (২৯) কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকার রুহুল আমিনের ছেলে। 

সাজু মিয়ার ভাই বাদল মিয়া অভিযোগ করে জানান, পৌর এলাকার ফিশারিজ লিংক রোডের একটি কম্পিউটারের দোকানে চুরি হয়। এ ঘটনায় সন্দেহ করা হয় তাঁর ভাই সাজুকে। বিকেলে তাঁর ভাইকে ফিশারিজ লিংক রোড এলাকায় নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার দাবি করেন। 

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, বিকেলে আখড়াবাজার মসজিদের পাশ থেকে সাজু মিয়ার লাশ উদ্ধার করা হয়। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর নামে কিশোরগঞ্জ মডেল থানায় চুরি ও মাদক–সংক্রান্ত অন্তত সাতটি মামলা রয়েছে। 

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

নির্বাচনী হলফনামা: কাজী রেহা কবিরের বার্ষিক আয় ৫ লাখ ৪৪ হাজার টাকা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার