হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

দুই ভাইয়ের দ্বন্দ্ব মেটাতে গিয়ে বেয়াই খুন

কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া প্রতিনিধি

নিহত আলম মিয়া। ছবি সংগৃহীত।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই ভাইয়ের দ্বন্দ্ব মেটাতে গিয়ে ছুরিকাঘাতে আলম মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চরটেকী গ্রামে এ ঘটনা ঘটে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত আলম মিয়া চরটেকী গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকী গ্রামের গোলাম হোসেনের দুই ছেলে সোহরাব উদ্দিন ও নিজাম উদ্দিনের মধ্যে গাছ নিয়ে বিরোধ চলছিল। এর জেরে আজ বেলা সাড়ে ১২টার দিকে একটি গ্রাম্য সালিস বসে।

সালিসে নিজাম উদ্দিনের পক্ষে উপস্থিত হন তাঁর বেয়াই আলম মিয়া। কিন্তু এতে ক্ষিপ্ত হন সোহরাব উদ্দিন। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ঘরে থাকা ছুরি এনে আলম মিয়াকে আঘাত করেন। আলম মিয়াকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সুদানে ড্রোন হামলায় শহীদ পাকুন্দিয়ার সেনাসদস্য জাহাঙ্গীর আলমের দাফন

বিয়ের তিন বছরের মাথায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

নরসুন্দার তীর থেকে ৪ শতাধিক গ্রিল উধাও

বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, নিষেধ করায় তোপের মুখে ইউএনও

যুবদল নেতার মামলায় আসামি মৃত ব্যক্তি, হাজতি ও প্রবাসী

হাওরে বিদ্যুৎ সংযোগ: বাঁশের খুঁটিতে ৩৩,০০০ ভোল্টের লাইন

কিশোরগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে টমটম খাদে পড়ে চালকের মৃত্যু, আহত ৩

ইটনায় সংঘর্ষে প্রাণ গেল যুবকের

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলে এককাট্টা বিএনপির পাঁচ নেতা

ইটনায় যুবদল নেতার বিরুদ্ধে তিন বাড়িতে হামলা-লুটপাট চালানোর অভিযোগ