কিশোরগঞ্জে গাঁজা ও ট্রাকসহ হৃদয় মিয়া (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ট্রাক থেকে ২২ কেজি গাঁজা জব্দ করা হয়।
গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে চেকপোস্টের মাধ্যমে গাঁজাভর্তি ট্রাক আটক করা হয়। আটককৃত হৃদয় হবিগঞ্জ জেলার মাধবপুর থানার গোয়াছনগর গ্রামের ছফু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. শ্যামল মিয়ার নেতৃত্বে এসআই আব্দুর রহমানসহ ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে তাৎক্ষণিক চেকপোস্ট বসানো হয়। এ সময় হৃদয় মিয়াকে ২২ কেজি গাঁজা ও ট্রাকসহ আটক করে পুলিশ।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন বলেন, রাতের অভিযানে গাঁজাসহ হৃদয় মিয়াকে আটক করা হয়েছে। তিনি চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে ভৈরব থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।