হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ফসলি জমিতে ক্ষতিকর ও উপকারী পোকা চিহ্নিতকরণে 'আলোক ফাঁদ'

ভৈরব (কিশোরগঞ্জ), প্রতিনিধি 

কিশোরগঞ্জের ভৈরবে ফসলি জমিতে দিনের পর দিন অনিয়মিত ও মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এর ফলে ফসলের ক্ষতিকর পোকার পাশাপাশি উপকারী পোকাও ধ্বংস হচ্ছে। এতে ফসলি জমির ক্ষতি হচ্ছে। যা ভবিষ্যতে কৃষির জন্য একটি বড় রকমের বিপর্যয় বা ক্ষতির কারণ হিসেবে দেখা দিতে পারে। এ কারণে কৃষি অফিসের কর্মীরা ফসলি জমিতে পোকা চিহ্নিতকরণে 'আলোর ফাঁদ' এর গুরুত্ব বোঝাতে উপজেলার বিভিন্ন গ্রামের পাড়া-মহল্লায় ছুটছেন। 

এলাকা সূত্রে জানা গেছে, কীটনাশকের ব্যবহার থেকে কৃষকদের দূরে রাখতে এ প্রযুক্তির ব্যবহার অর্থাৎ আলোক ফাঁদ তৈরি শেখাচ্ছেন মাঠকর্মীরা। প্রতি রোববার সন্ধ্যায় ভৈরব উপজেলার কৃষকদের আলোক ফাঁদ স্থাপনের প্রশিক্ষণ দিচ্ছেন মাঠকর্মীরা। এ ফাঁদের মাধ্যমে বিশেষ করে ধানের জমিতে বর্তমানে কী কী ক্ষতিকর ও উপকারী পোকামাকড় রয়েছে, তা শনাক্ত করে ক্ষতিকারক পোকা দমনে কৃষকদের পরামর্শ দিচ্ছেন তারা। 

একই সঙ্গে ক্ষতিকর পোকার উপস্থিতি নির্ণয়ের পর জমিতে কীটনাশক প্রয়োগ করতে কৃষকদের উৎসাহ দিচ্ছেন উপজেলা কৃষি অফিস। এর ফলে একদিকে যেমন কৃষকদের উৎপাদন খরচ কমবে, তেমনি অপ্রয়োজনীয় কীটনাশক ব্যবহারও কমবে। ফলে ফসল হবে নিরাপদ ও বিষমুক্ত।

এ বিষয়ে ভৈরব উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম বলেন, 'প্রচলিত ধারণা থেকে বের করে প্রযুক্তি নির্ভর করার জন্য এবং বিষমুক্ত ফসল উৎপাদনে কৃষকদের এই আলোক ফাঁদ ব্যবহার করতে উৎসাহিত করা হচ্ছে। এর ফলে একদিকে যেমন কৃষকদের উৎপাদন খরচ কমবে। তেমনি জমিতে অপ্রয়োজনীয় কীটনাশক ব্যবহারও কমে যাবে।'

তীব্র শীতে শীতার্তদের পাশে কিশোরগঞ্জ জেলা প্রশাসন, রেলস্টেশনে কম্বল বিতরণ

পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল পৌনে ১২ কোটি টাকা

পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

মুরগি কেনার সিরিয়াল নিয়ে তর্ক, বৃদ্ধকে পিটিয়ে হত্যা

সুদানে ড্রোন হামলায় শহীদ পাকুন্দিয়ার সেনাসদস্য জাহাঙ্গীর আলমের দাফন

বিয়ের তিন বছরের মাথায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

নরসুন্দার তীর থেকে ৪ শতাধিক গ্রিল উধাও

বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, নিষেধ করায় তোপের মুখে ইউএনও

যুবদল নেতার মামলায় আসামি মৃত ব্যক্তি, হাজতি ও প্রবাসী

হাওরে বিদ্যুৎ সংযোগ: বাঁশের খুঁটিতে ৩৩,০০০ ভোল্টের লাইন