হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ৮ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, তদন্তে নামছে দুদক

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে ২০২০ সালে একটি হত্যা মামলা রজু হয়। এই হত্যা মামলায় আব্দুল কাইয়ুম নামের এক যুবক আসামি হন। মামলাটি একপর্যায়ে সিআইডিতে হস্তান্তর করা হয়। সিআইডিতে হস্তান্তরের পর তদন্তের দায়িত্বভার অর্পিত হয় তৎকালীন কিশোরগঞ্জ সিআইডির পরিদর্শক সিরাজ উদ্দিনের ওপর (বর্তমানে পিরোজপুর সিআইডিতে কর্মরত)। 

তদন্ত চলাকালীন সময় হত্যা মামলার আসামি আব্দুল কাইয়ুমের কাছে ২০ লাখ টাকা দাবি করেন তিনি। যদি এ টাকা না দেওয়া হয় তবে আব্দুল কাইয়ুম ও তাঁর পরিবারের ক্ষতি হবে বলে হুমকি দেন। পরে আব্দুল কাইয়ুম তাঁর পরিবারের সঙ্গে কথা বলে প্রথমে ৭০ হাজার টাকা দেন। 

পরবর্তীতে জমি বিক্রি করে সিরাজ উদ্দিনকে ৮ লাখ টাকা দেন। টাকা লেনদেনের একটি অডিও ক্লিপও অভিযোগকারীর কাছে রয়েছে বলে দাবি করেন তিনি। এ ছাড়া এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে ২০২৩ সালের মে মাসে একটি অভিযোগও দায়ের করেন আব্দুল কাইয়ুম। 

আজ রোববার সকালে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত গণশুনানিতে এমন এক অভিযোগ তুলে ধরেন আব্দুল কাইয়ুম ও তাঁর পরিবারের সদস্যরা। 

অভিযোগ শুনে দুদকের পক্ষ থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে দেওয়া অভিযোগের বিষয়টি দ্রুত তদন্ত করে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করতে বলেন। দুদকের আইন অনুযায়ী সিরাজ উদ্দিনের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধানে প্রধান কার্যালয়ে সুপারিশ করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। 

গণশুনানিতে ২৩টি দপ্তরের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ করেন সেবাপ্রত্যাশীরা। সবচেয়ে বেশি অভিযোগ পাওয়া যায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। এর পরেই ছিল যথাক্রমে জেলা প্রশাসকের কার্যালয়, শিক্ষা অফিস ও বিআরটিএ কার্যালয়। 

আরও যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেগুলো হলো, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, জেলা পাসপোর্ট কার্যালয়, বিদ্যুৎ বিভাগ, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, সদর ও জেলা সাবরেজিস্ট্রার কার্যালয়, শিক্ষা অফিস, সড়ক ও জনপথ (সওজ) কার্যালয়, পুলিশ বিভাগ, সমাজসেবা অধিদপ্তর। 

গণশুনানিতে হাসান মাসুদ নামের একজন অভিযোগকারী বলেন, ‘তিনি জানেনই না তাঁর নামে সোনালী ব্যাংক কিশোরগঞ্জ শাখা থেকে ২ লাখ টাকা ঋণ নেওয়া হয়েছে। নোটিশের পর নোটিশ, ব্যাংকের চাপে অতিষ্ঠ আমরা। অথচ আমি জানিই না কবে আমি ঋণ নিলাম।’ 

দুদক কর্তৃপক্ষ বলেন, ‘১০ দিনের মধ্যে এই বিষয়ে ফয়সালা না করলে আমরা টর্চলাইট নিয়ে বের হবো।’ 

এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ সোনালী ব্যাংকের এজিএম আব্দুল আওয়ালের কাছে আগামীকাল সোমবার সকালে অভিযোগকারীকে যেতে বলেন এবং এ বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করতে বলেন। 

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ এতে সঞ্চালনা ও সভাপতিত্ব করেন। গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব মো. মাহবুব হোসেন। 

গণশুনানিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম, কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখসহ বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের লোকজন। 

কিশোরগঞ্জ জেলা দুদক কার্যালয়ের উপপরিচালক মো. সালাহউদ্দিন জানান, বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে প্রায় ২০০ অভিযোগ পাওয়া পাওয়া গিয়েছিল। এর মধ্যে ঢালাও অভিযোগগুলো বাদ দিয়ে সুনির্দিষ্ট ৮০টি অভিযোগ গণ শুনানির জন্য বাছাই করা হয়।

গণশুনানি শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের সচিব মো. মাহবুব হোসেন বলেন, সব দুর্নীতি নিয়ে দুদক কাজ করেন না। দুদক যে সব অভিযোগ আমলে নিয়ে কাজ করে তার বেশির ভাগই সরকারি প্রতিষ্ঠান ঘিরে। এর বাইরে মানি লন্ডারিং বিষয়ে কাজ করে। অন্যান্য অপরাধের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা কাজ করে। দুদক আমলে নেওয়া মামলায় এ পর্যন্ত দুর্নীতির ও মানি লন্ডারিং এর ক্ষেত্রে ঈর্ষণীয় সফলতা পেয়েছে দুদক।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৫৭ প্রাথমিক স্কুল, ব্যাহত পাঠদান

কিশোরগঞ্জের ৬টি আসন: প্রতীক বরাদ্দের আগেই প্রচার

অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী রেহা কবিরের গণসংযোগ

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা