হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভৈরবে সিএনজি অটোরিকশাকে বেপরোয়া কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৫

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব জগন্নাথপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন।

নিহত পাঁচজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন সিএনজিচালিত অটোরিকশার চালক শাহিন (২৩) এবং তাঁর বাবার নাম পরশ আলী। অন্যরা হলেন অটোরিকশার যাত্রী রাজন (১৭), তাঁর বাবার নাম আব্দুল রাজ্জাক। উভয়ের বাড়ি রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামে। আর বাকি তিন নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নরসিংদীর নিলকুটি এলাকা থেকে একটি অটোরিকশা ও দুটি কাভার্ড ভ্যান ভৈরবের উদ্দেশে আসছিল। কাভার্ড ভ্যান দুটি ভৈরব জগন্নাথপুর ব্রিজ অতিক্রম করার সময় একটি আরেকটিকে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ পাঁচ আরোহীর মৃত্যু হয়।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিয়া জানান, নিহতদের মধ্যে চালকসহ দুজনের পরিচয় পাওয়া গেছে। বাকি তিনজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। কাভার্ড ভ্যান দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৫৭ প্রাথমিক স্কুল, ব্যাহত পাঠদান

কিশোরগঞ্জের ৬টি আসন: প্রতীক বরাদ্দের আগেই প্রচার

অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী রেহা কবিরের গণসংযোগ

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা