হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভৈরবে সিএনজি অটোরিকশাকে বেপরোয়া কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৫

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব জগন্নাথপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন।

নিহত পাঁচজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন সিএনজিচালিত অটোরিকশার চালক শাহিন (২৩) এবং তাঁর বাবার নাম পরশ আলী। অন্যরা হলেন অটোরিকশার যাত্রী রাজন (১৭), তাঁর বাবার নাম আব্দুল রাজ্জাক। উভয়ের বাড়ি রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামে। আর বাকি তিন নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নরসিংদীর নিলকুটি এলাকা থেকে একটি অটোরিকশা ও দুটি কাভার্ড ভ্যান ভৈরবের উদ্দেশে আসছিল। কাভার্ড ভ্যান দুটি ভৈরব জগন্নাথপুর ব্রিজ অতিক্রম করার সময় একটি আরেকটিকে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ পাঁচ আরোহীর মৃত্যু হয়।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিয়া জানান, নিহতদের মধ্যে চালকসহ দুজনের পরিচয় পাওয়া গেছে। বাকি তিনজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। কাভার্ড ভ্যান দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

বিয়ের তিন বছরের মাথায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

নরসুন্দার তীর থেকে ৪ শতাধিক গ্রিল উধাও

বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, নিষেধ করায় তোপের মুখে ইউএনও

যুবদল নেতার মামলায় আসামি মৃত ব্যক্তি, হাজতি ও প্রবাসী

হাওরে বিদ্যুৎ সংযোগ: বাঁশের খুঁটিতে ৩৩,০০০ ভোল্টের লাইন

কিশোরগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে টমটম খাদে পড়ে চালকের মৃত্যু, আহত ৩

ইটনায় সংঘর্ষে প্রাণ গেল যুবকের

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলে এককাট্টা বিএনপির পাঁচ নেতা

ইটনায় যুবদল নেতার বিরুদ্ধে তিন বাড়িতে হামলা-লুটপাট চালানোর অভিযোগ

খোঁপার ভাঁজে লুকানো ২ হাজার ইয়াবা, ভৈরবে নারী আটক