কিশোরগঞ্জে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে রেহেলা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের গাইটাল নামাপাড়ায় পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওই বৃদ্ধা সদর উপজেলার শোলাকিয়া গাছবাজার এলাকার মৃত আবু বকর সিদ্দিকের স্ত্রী।
লতিবাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ মোহাম্মদ নোমান হাসান বলেন, ‘দুপুর ১২টার দিকে গাইটাল নামাপাড়া এলাকায় ইসমাইল ও রাজিবের পুকুরে অর্ধগলিত মরদেহ দেখে স্থানীয়রা আমাকে কল দেয়। বিষয়টি থানায় জানাই। পরে পুলিশ এসে এ মরদেহ উদ্ধার করে।’
রাহেলা খাতুনের ছেলে কেনু মিয়া বলেন, ‘আমার মা প্যারালাইজড রোগী। তিনি প্রায়ই বাড়ি থেকে একা বের হয়ে পড়তেন। গত রোববার ভোর ৬টার দিকে মা বাসা থেকে বের হয়ে যান। অনেক খুঁজেও তাঁকে পাওয়া যায়নি। পরে কিশোরগঞ্জ মডেল থানায় বিষয়টি জানাই।’
কেনু মিয়া আরও বলেন, ‘আজ দুপুরে আমরা জানতে পারি অজ্ঞাত এক মরদেহ পাওয়া গেছে। পরে হাসপাতাল মর্গে গিয়ে মায়ের মরদেহ শনাক্ত করি।’
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।