হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে রেহেলা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার দুপুরে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের গাইটাল নামাপাড়ায় পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওই বৃদ্ধা সদর উপজেলার শোলাকিয়া গাছবাজার এলাকার মৃত আবু বকর সিদ্দিকের স্ত্রী।

লতিবাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ মোহাম্মদ নোমান হাসান বলেন, ‘দুপুর ১২টার দিকে গাইটাল নামাপাড়া এলাকায় ইসমাইল ও রাজিবের পুকুরে অর্ধগলিত মরদেহ দেখে স্থানীয়রা আমাকে কল দেয়। বিষয়টি থানায় জানাই। পরে পুলিশ এসে এ মরদেহ উদ্ধার করে।’

রাহেলা খাতুনের ছেলে কেনু মিয়া বলেন, ‘আমার মা প্যারালাইজড রোগী। তিনি প্রায়ই বাড়ি থেকে একা বের হয়ে পড়তেন। গত রোববার ভোর ৬টার দিকে মা বাসা থেকে বের হয়ে যান। অনেক খুঁজেও তাঁকে পাওয়া যায়নি। পরে কিশোরগঞ্জ মডেল থানায় বিষয়টি জানাই।’ 

কেনু মিয়া আরও বলেন, ‘আজ দুপুরে আমরা জানতে পারি অজ্ঞাত এক মরদেহ পাওয়া গেছে। পরে হাসপাতাল মর্গে গিয়ে মায়ের মরদেহ শনাক্ত করি।’ 

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জের ৬টি আসন: প্রতীক বরাদ্দের আগেই প্রচার

অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী রেহা কবিরের গণসংযোগ

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা