হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুতায়িত হয়ে হাদি মিয়া (২০) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার উপজেলার মডেল মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

হাদি মিয়া ময়মনসিংহ জেলার পাগলা থানার চরশাখচূড়া গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি হোসেনপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

এলাকাবাসী জানান, কোর্ট মসজিদের পাশে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় বিদ্যুতায়িত হন হাদি মিয়া। এ সময় বেল্ট বাঁধা অবস্থায় খুঁটিতে আটকে যান তিনি। সেখানেই পুড়তে থাকেন তিনি। স্থানীয়রা খবর দিলে হোসেনপুর ও কিশোরগঞ্জ স্টেশনের ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁর মরদেহ উদ্ধার করে।

এদিকে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিহত হাদি মিয়ার এলাকার লোকজন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির হোসেনপুর উপকেন্দ্রে ভাঙচুর করার চেষ্টা করে। পরে হোসেনপুর থানা-পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী জানান, হাদী মিয়া বিদ্যুৎ সংযোগ বন্ধ করেই কাজ করছিলেন। হঠাৎ একটি লাইন চালু হলে তিনি বিদ্যুতায়িত হয়ে মারা যান। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তাঁরা মরদেহ উদ্ধার করেন। পরে তাঁর মরদেহ হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে হস্তান্তর করা হয়।

ওসি মো. আসাদুজ্জামান টিটু বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিয়ের তিন বছরের মাথায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

নরসুন্দার তীর থেকে ৪ শতাধিক গ্রিল উধাও

বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, নিষেধ করায় তোপের মুখে ইউএনও

যুবদল নেতার মামলায় আসামি মৃত ব্যক্তি, হাজতি ও প্রবাসী

হাওরে বিদ্যুৎ সংযোগ: বাঁশের খুঁটিতে ৩৩,০০০ ভোল্টের লাইন

কিশোরগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে টমটম খাদে পড়ে চালকের মৃত্যু, আহত ৩

ইটনায় সংঘর্ষে প্রাণ গেল যুবকের

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলে এককাট্টা বিএনপির পাঁচ নেতা

ইটনায় যুবদল নেতার বিরুদ্ধে তিন বাড়িতে হামলা-লুটপাট চালানোর অভিযোগ

খোঁপার ভাঁজে লুকানো ২ হাজার ইয়াবা, ভৈরবে নারী আটক