বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতাল কিশোরগঞ্জে পালিত হয়েছে কি হয়নি তা নিয়ে চলছে নানা আলোচনা। হরতাল সেখানে হয়নি বলে কিছু গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। এদিকে বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতাল কিশোরগঞ্জেও পালিত হয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি হরতালের কিছু ছবিও দিয়েছেন।
সম্পাদক সাইফুল হক আজকের পত্রিকাকে বলেছেন, ‘রাষ্ট্রপতির সফরের কারণে পুলিশ এবং প্রসাশন কিশোরগঞ্জে বাম জোটের নেতাকর্মীদের ব্যাপক চাপ প্রয়োগ করেছে ৷ কিন্তু তবুও কিশোরগঞ্জে আমারদের নেতাকর্মীরা হরতাল পালন করেছে ৷ কিশোরগঞ্জের জনগণও এই হরতালে সমর্থন জানিয়েছে।’
সাইফুল হক বলেন, ‘রাষ্ট্রপতির সফরের কারণে কিশোরগঞ্জে অতিরিক্ত নিরাপত্তার কথা বলে আমাদের নেতাদের অফিসের মধ্যেই পুলিশ অবরোধ করে রেখেছিল। তবুও অফিসের আশপাশের এলাকায় বাম জোটের নেতাকর্মীরা হরতাল পালন করেছে।’
কিশোরগঞ্জের বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি আবদুর রহমান রুমি বলেন, ‘রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে কিশোরগঞ্জের ডিসি, এসপিসহ প্রসাশনের কর্মকর্তারা আমাদের আগেই জানিয়েছিলেন ২৭ থেকে ৩০ তারিখ পর্যন্ত রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে কোন রাজনৈতিক সভা-সমাবেশ করা যাবে না। তবুও আজ সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত আমরা রাস্তায় ছিলাম।’