কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দের মা রাবেয়া খাতুন মারা গেছেন। আজ মঙ্গলবার সোয়া ১২টার দিকে চালিয়াগোপ গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। রাবেয়া খাতুন ওই গ্রামের মৃত খুরশিদ উদ্দিনের স্ত্রী।
পরিবার সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। আসর নামাজের পর জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
পৌর মেয়রের মা এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পৌর পরিষদ এর সকল কর্মকর্তা-কর্মচারী।