হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

স্বাস্থ্য কমপ্লেক্সের এনআইসিইউতে ড্রাইভারের বাসা

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রটিকে বাসা হিসেবে ব্যবহার করছেন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ড্রাইভার ইউনুস আলী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতকদের জন্য চারটি বেড বরাদ্দ থাকলেও সেখানে ড্রাইভার নিয়মিতভাবে থাকছেন। বিষয়টি নিয়ে জনমনে নানান প্রশ্ন উঠেছে। 

অভিযোগ রয়েছে, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদায়ী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন নিয়মনীতির তোয়াক্কা না করেই আউটসোর্সিংয়ের কর্মরত ড্রাইভার ইউনুস আলীকে নবজাতকের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (এনআইসিইউ) থাকার অনুমতি দেন। এরপর থেকে নবজাতক নিবিড় রুমটিতে থাকতে শুরু করেন ইউনুস আলী। বিষয়টি হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও কর্মচারীরা অবগত থাকলেও কেউ মুখ খুলতে নারাজ। 

হাসপাতালে প্রয়োজনীয় জনবল না থাকায় নবজাতকের নিবিড় পরিচর্যাকেন্দ্রটি দীর্ঘদিন ধরে ব্যবহার করা হচ্ছে না। নিবিড় পরিচর্যা কেন্দ্রটি ব্যবহার না করায় ভেতরের অনেকাংশের আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছে। 

হাসপাতালের নার্সরা জানিয়েছেন, মাস কয়েক আগে ড্রাইভার ইউনুস আলীকে নবজাতক পরিচর্যা রুমে থাকার অনুমতি দেওয়া হয়। এসব রুমে শিশু রোগী ছাড়া অন্য কেউ থাকার সুযোগ না থাকলেও ওই ড্রাইভার দীর্ঘদিন ধরে বসবাস করছেন। 

এ ব্যাপারে জানতে চাইলে ড্রাইভার ইউনুস আলী জানান, ‘ইউএইচও স্যারের অনুমতিক্রমে এখানে থাকছি। আমাকে থাকার জন্য বলা হয়েছে। এর বেশি কিছু বলতে পারব না।’ 

বিদায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুস সালেহীনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন। 

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানান, নবজাতকের নিবিড় পরিচর্যা রুমে শিশু রোগী ছাড়া অন্য কেউ থাকার সুযোগ নেই। এই রুমে ড্রাইভার বসবাস বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। 

বিয়ের তিন বছরের মাথায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

নরসুন্দার তীর থেকে ৪ শতাধিক গ্রিল উধাও

বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, নিষেধ করায় তোপের মুখে ইউএনও

যুবদল নেতার মামলায় আসামি মৃত ব্যক্তি, হাজতি ও প্রবাসী

হাওরে বিদ্যুৎ সংযোগ: বাঁশের খুঁটিতে ৩৩,০০০ ভোল্টের লাইন

কিশোরগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে টমটম খাদে পড়ে চালকের মৃত্যু, আহত ৩

ইটনায় সংঘর্ষে প্রাণ গেল যুবকের

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলে এককাট্টা বিএনপির পাঁচ নেতা

ইটনায় যুবদল নেতার বিরুদ্ধে তিন বাড়িতে হামলা-লুটপাট চালানোর অভিযোগ

খোঁপার ভাঁজে লুকানো ২ হাজার ইয়াবা, ভৈরবে নারী আটক