হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

মিঠামইনে ২ শিশুকে বস্তাবন্দী করে অপহরণের চেষ্টা, এলাকায় আতঙ্ক

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় দুই শিশুকে বস্তায় ভরে অপহরণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে মিঠামইন ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয়দের তৎপরতায় দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পায় শিশুরা।

ভুক্তভোগী শিশুরা মিঠামইন সদর ইউনিয়নের কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। স্কুল থেকে বাড়ি ফেরার সময় অপহরণের চেষ্টার শিকার হয় তারা।

স্কুলের প্রধান শিক্ষক ভানু রঞ্জন বিশ্বাস বলেন, বেলা ১টার দিকে স্কুল ছুটির পর শিশুরা বাড়িতে যাচ্ছিল। আনুমানিক দেড়টার দিকে ফায়ার সার্ভিস স্টেশনের কাছে পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি শিশুদের আটকায়। তারা শিশু দুটির মুখে স্কচটেপ লাগিয়ে জোর করে একটি বস্তার ভেতরে ঢুকিয়ে ফেলে। এ সময় আশপাশের লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তিরা বস্তাটি রাস্তায় ফেলে মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বস্তার ভেতর থেকে দুই শিশুকে উদ্ধার করে।

মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ-বিন-শফিক বলেন, উদ্ধার হওয়া দুই শিশু সুস্থ রয়েছে। প্রাথমিক চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নেওয়া হয়েছিল। ঘটনার বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে শিশু অপহরণের চেষ্টার ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্কুল কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি করবে বলে জানা গেছে।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৫৭ প্রাথমিক স্কুল, ব্যাহত পাঠদান

কিশোরগঞ্জের ৬টি আসন: প্রতীক বরাদ্দের আগেই প্রচার

অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী রেহা কবিরের গণসংযোগ

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা