হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে মন্দির পাহারায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা

কিশোরগঞ্জ প্রতিনিধি

দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে কিশোরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা দিচ্ছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। জেলা শহরের মন্দিরগুলোতে গতকাল সোমবার সন্ধ্যা থেকে সারা রাত পাহারায় ছিলেন তাঁরা। এশা ও ফজরের সময় মন্দিরের পাশেই খোলা জায়গায় জামাত আদায় করেন দলের কর্মীরা।

এ বিষয়ে জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী বলেন, ‘গতকাল সোমবার থেকে আমরা নেতা-কর্মীদের আশপাশের হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছি। তাঁদের মনে সাহস দিতে বলেছি। হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে জামায়াত রয়েছে। জামায়াত মনে করে, সংখ্যালঘু বলে দেশে কিছু নেই, সবাই দেশের নাগরিক। আজ শহরের সকল মন্দির পরিদর্শন করেছি। তাঁদের এই আশ্বাস দিচ্ছি যে, হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে আমরা রয়েছি। হিন্দু-মুসলিম আমরা সবাই ভাই ভাই, এ দেশেরই নাগরিক।’

এদিকে আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত শহরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা সেক্রেটারি জেনারেল মাওলানা নাজমুল ইসলাম, জেলা জামায়াতের সাবেক অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, শহর জামায়াতের আমির আনোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি আবু নাঈম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক জেলা সভাপতি আনোয়ারুল হক, ছাত্রশিবির জেলা উত্তর শাখার সভাপতি শাহরিয়ার মাহমুদ শাকিল, সেক্রেটারি মোজাহিদ বিল্লাহ, অফিস সম্পাদক নেয়ামত উল্লাহ, অর্থ সম্পাদক ঈসা মিয়া প্রমুখ।

এ সময় জামায়াত-শিবিরের নেতারা মন্দিরের পুরোহিতদের আশ্বস্ত করেন যে, তাঁদের ওপর কেউ হামলা করতে পারবে না। জামায়াতে ইসলামী তাঁদের পাশে রয়েছে। গতকাল রাতের মতো আর মঙ্গলবার রাতেও তাঁরা মন্দির পাহারায় থাকবেন।

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

নির্বাচনী হলফনামা: কাজী রেহা কবিরের বার্ষিক আয় ৫ লাখ ৪৪ হাজার টাকা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার

মাটি কেটে বেড়িবাঁধ: ৮ মাসেও ভরাট করা হয়নি জমি

কিশোরগঞ্জে বিএনপির ৭ বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, চিন্তিত তৃণমূল নেতা-কর্মীরা