হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

পাকুন্দিয়ায় প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে চাচা শ্বশুর গ্রেপ্তার 

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূকে (১৯) ধর্ষণের মামলায় মো. মোস্তাফা (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার চরদেওকান্দি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মো. মোস্তাফা (৬০) পাকুন্দিয়া উপজেলার চরদেওকান্দি এলাকার মৃত মোতালিবের ছেলে ও ওই গৃহবধূর চাচা শ্বশুর। সোমবার বিকেলে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল সকালে ওই মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূর স্বামী ছাগল বিক্রির জন্য গাজীপুরের আমরাইদ বাজারে যান। ওই দিন দুপুরে প্রতিবন্ধী গৃহবধূকে চাচা শ্বশুর মো. মোস্তাফা ধর্ষণ করে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে আজ সোমবার (২৯ এপ্রিল) সকালে পাকুন্দিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যেই আসামি মোস্তফাকে গ্রেপ্তার করা হয়।

বিয়ের তিন বছরের মাথায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

নরসুন্দার তীর থেকে ৪ শতাধিক গ্রিল উধাও

বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, নিষেধ করায় তোপের মুখে ইউএনও

যুবদল নেতার মামলায় আসামি মৃত ব্যক্তি, হাজতি ও প্রবাসী

হাওরে বিদ্যুৎ সংযোগ: বাঁশের খুঁটিতে ৩৩,০০০ ভোল্টের লাইন

কিশোরগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে টমটম খাদে পড়ে চালকের মৃত্যু, আহত ৩

ইটনায় সংঘর্ষে প্রাণ গেল যুবকের

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলে এককাট্টা বিএনপির পাঁচ নেতা

ইটনায় যুবদল নেতার বিরুদ্ধে তিন বাড়িতে হামলা-লুটপাট চালানোর অভিযোগ

খোঁপার ভাঁজে লুকানো ২ হাজার ইয়াবা, ভৈরবে নারী আটক