হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

পাকুন্দিয়ায় প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে চাচা শ্বশুর গ্রেপ্তার 

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূকে (১৯) ধর্ষণের মামলায় মো. মোস্তাফা (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার চরদেওকান্দি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মো. মোস্তাফা (৬০) পাকুন্দিয়া উপজেলার চরদেওকান্দি এলাকার মৃত মোতালিবের ছেলে ও ওই গৃহবধূর চাচা শ্বশুর। সোমবার বিকেলে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল সকালে ওই মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূর স্বামী ছাগল বিক্রির জন্য গাজীপুরের আমরাইদ বাজারে যান। ওই দিন দুপুরে প্রতিবন্ধী গৃহবধূকে চাচা শ্বশুর মো. মোস্তাফা ধর্ষণ করে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে আজ সোমবার (২৯ এপ্রিল) সকালে পাকুন্দিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যেই আসামি মোস্তফাকে গ্রেপ্তার করা হয়।

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

নির্বাচনী হলফনামা: কাজী রেহা কবিরের বার্ষিক আয় ৫ লাখ ৪৪ হাজার টাকা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার

মাটি কেটে বেড়িবাঁধ: ৮ মাসেও ভরাট করা হয়নি জমি

কিশোরগঞ্জে বিএনপির ৭ বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, চিন্তিত তৃণমূল নেতা-কর্মীরা

জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণ মেলেনি ছয় বছরেও

তীব্র শীতে শীতার্তদের পাশে কিশোরগঞ্জ জেলা প্রশাসন, রেলস্টেশনে কম্বল বিতরণ