হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় ৮০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৮০ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে ওই বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সবর আলী সদর উপজেলার যশোদল ইউনিয়নের বাসিন্দা।

মামলার এজাহারে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় ওই শিশুটি বাড়ি থেকে বের হয়ে সবর আলীর বাড়ির পাশ দিয়ে একটি দোকানে যাচ্ছিল। এ সময় শিশুটিকে ডাক দিয়ে ওই বৃদ্ধ তাঁর মুরগিগুলো খাঁচায় ভরে যেতে বলেন। মুরগিগুলো খাঁচায় দিয়ে চলে যাওয়ার সময় পেছন থেকে শিশুটিকে জাপটে মুখ চেপে ধরে ঘরের ভেতর নিয়ে দরজা বন্ধ করে দেন। পরে শিশুটির পরনের পোশাক খুলে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি চিৎকার করলে তাঁর মা ও স্থানীয়রা বৃদ্ধের ঘর থেকে তাকে উদ্ধার করে।

শিশুটির বাবা বলেন, ‘ঘটনার দিন সন্ধ্যায় আমার স্ত্রী পিঠা বানাচ্ছিল। আমার মেয়েটা খাবার কিনতে যাওয়ার সময় সবর আলী এ ঘটনা ঘটায়। আমি এ ঘটনার বিচার চাই।’

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় আজ সকালে শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

নির্বাচনী হলফনামা: কাজী রেহা কবিরের বার্ষিক আয় ৫ লাখ ৪৪ হাজার টাকা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার

মাটি কেটে বেড়িবাঁধ: ৮ মাসেও ভরাট করা হয়নি জমি