হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভৈরবে এগারো সিন্ধুর ইঞ্জিন লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর ছেড়ে গেল ট্রেন

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জে ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে এগারো সিন্ধুর ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। আজ রোববার সকালে স্টেশনের আউটার সিগনালের কাছে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ছাড়তে বিলম্ব হওয়ায় ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়েন। তবে ভৈরব-কিশোরগঞ্জে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। 

রেল সংশ্লিষ্টরা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী এগারো সিন্ধুর প্রভাতি ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় চারটি চাকা লাইনচ্যুত হয়। লাইনের নিচে কোনো প্রকার মাটি ও পাথর না থাকায় ইঞ্জিনটি হেলে পড়ে। দীর্ঘ পাঁচ ঘণ্টা পর অন্য আরেকটি ইঞ্জিন এসে ট্রেনের বগি টেনে নিয়ে যায়। এতে ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়েন। বেলা ৩টার দিকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারে কাজ শুরু করে। 

এ বিষয়ে এগারো সিন্ধুর ট্রেনের চালক আব্দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী ট্রেনটি ভৈরব স্টেশনে ইঞ্জিন ঘোরানোর সময় চারটি চাকা লাইনচ্যুত হয়। 

তিনি আরও বলেন, ইঞ্জিনটি ব্রেক করার সময় এ ঘটনা ঘটেছে।  

এ বিষয়ে ভৈরব রেলওয়ে বিভাগের আই ডব্লিউ মো. আশিকুর রহমান বলেন, কিশোরগঞ্জগামী এগারো সিন্ধুর ট্রেনটি ভৈরব স্টেশনে শান্টিং করার সময় ব্রেক ফেল করে। সকালে এ দুর্ঘটনা ঘটে। পরে আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে ইঞ্জিনটি উদ্ধারে কাজ শুরু করে। এ ছাড়া যাত্রীদের দুর্ভোগের কথা মাথায় রেখে অন্য আরেকটি ইঞ্জিন দিয়ে ট্রেনটিকে কিশোরগঞ্জ পাঠানো হয়।

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

নির্বাচনী হলফনামা: কাজী রেহা কবিরের বার্ষিক আয় ৫ লাখ ৪৪ হাজার টাকা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার