হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

নারীকে উত্ত্যক্তের অভিযোগে ৫ যুবকের ৬ মাসের কারাদণ্ড

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহনাজ আক্তারকে বাসায় ফেরার পথে স্থানীয় বখাটেদের দ্বারা উত্ত্যক্তের শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে। এ অভিযোগের ভিত্তিতে গতকাল শনিবার রাতে পাঁচ বখাটে যুবককে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মামুন। 

উপজেলা প্রশাসন সূত্র জানায়, গত শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে পাঁচ যুবক সংঘবদ্ধভাবে ওই চিকিৎসককে আপত্তিকর মন্তব্য ও অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করে। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক আব্দুল্লাহ আল শাফি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন। ইউএনও বিষয়টি মিঠামইন থানাকে অবহিত করলে গতকাল শনিবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদারের নির্দেশে বখাটে যুবকদের আটক করা হয়। পরে রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন অপরাধী পাঁচ যুবককে ছয় মাস করে কারাদণ্ড দেন। 

সাজাপ্রাপ্ত যুবকেরা হলেন রতন মিয়ার ছেলে তরিকুল (২০), দুলাল মিয়ার ছেলে রাতুল মিয়া (১৯), আমির হোসেনের ছেলে উৎসব মিয়া (১৯), বিল্লাল হোসেনের ছেলে ইমন মিয়া (১৮), শামীম মিয়ার ছেলে নয়ন মিয়া (১৮)। সাজা পাওয়া প্রত্যেকেই মিঠামইন সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা। 

অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী রেহা কবিরের গণসংযোগ

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

নির্বাচনী হলফনামা: কাজী রেহা কবিরের বার্ষিক আয় ৫ লাখ ৪৪ হাজার টাকা