হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভৈরবে বাসচাপায় অটোরিকশাচালক ও নির্মাণশ্রমিক নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি ও কুলিয়ারচর সংবাদদাতা

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই নির্মাণশ্রমিক। আজ সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লারচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন অটোচালক কাইয়ুম মিয়া (৪২) ও নির্মাণশ্রমিক জুয়েল মিয়া (৩২। কাইয়ুম পৌর শহরের ভৈরবপুর মনামারা এলাকার আলী হোসেনের ছেলে। জুয়েল উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ী গ্রামের জালাল মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে বাঁশগাড়ি গ্রাম থেকে জুয়েলসহ কয়েকজন নির্মাণশ্রমিক কর্মস্থলে যেতে অটোরিকশায় ওঠেন। রিকশাটি গ্রামের সড়ক থেকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে উঠলে পেছন দিক থেকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা শ্যামল ছায়া পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে জুয়েলের মৃত্যু হয়। ঢাকায় নেওয়ার পথে কাইয়ুম মারা যান। আহত ব্যক্তিদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উদ্ধারকাজে নেতৃত্ব দেন ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান। তিনি বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

নির্বাচনী হলফনামা: কাজী রেহা কবিরের বার্ষিক আয় ৫ লাখ ৪৪ হাজার টাকা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার

মাটি কেটে বেড়িবাঁধ: ৮ মাসেও ভরাট করা হয়নি জমি

কিশোরগঞ্জে বিএনপির ৭ বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, চিন্তিত তৃণমূল নেতা-কর্মীরা