হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

মিঠামইনে সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনের ঘাগড়া ইউনিয়নে পূর্বশত্রুতার জের ধরে মো. হেলিম নামে সাবেক এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হেলিম ইউনিয়নের ধোবাজোড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে। 

গতকাল সোমবার রাতে প্রতিপক্ষের আক্রমণে গুরুতর আহত হেলিমকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার সামুয়েল সাংমা ও মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্রনাথ গোলদার। 

থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ঘাগড়া বাজার হক মার্কেটে সাবেক ইউপি সদস্য হেলিমের ওপর প্রতিপক্ষ আইয়ুব আলীর লোকজন আক্রমণ করে। এ সময় তাঁকে পিটিয়ে ও বল্লমের আঘাতে গুরুতর আহত করে এবং নৌকায় উঠিয়ে আইয়ুব আলীর বাড়িতে নিয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন আইয়ুব আলীর বাড়ির ঘাট থেকে হেলিমকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য পরে বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতেই মারা যান হেলিম। 

এ বিষয়ে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্রনাথ গোলদার বলেন, ‘আমি ঘটনাস্থলে। অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’

বিয়ের তিন বছরের মাথায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

নরসুন্দার তীর থেকে ৪ শতাধিক গ্রিল উধাও

বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, নিষেধ করায় তোপের মুখে ইউএনও

যুবদল নেতার মামলায় আসামি মৃত ব্যক্তি, হাজতি ও প্রবাসী

হাওরে বিদ্যুৎ সংযোগ: বাঁশের খুঁটিতে ৩৩,০০০ ভোল্টের লাইন

কিশোরগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে টমটম খাদে পড়ে চালকের মৃত্যু, আহত ৩

ইটনায় সংঘর্ষে প্রাণ গেল যুবকের

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলে এককাট্টা বিএনপির পাঁচ নেতা

ইটনায় যুবদল নেতার বিরুদ্ধে তিন বাড়িতে হামলা-লুটপাট চালানোর অভিযোগ

খোঁপার ভাঁজে লুকানো ২ হাজার ইয়াবা, ভৈরবে নারী আটক