হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনে ‘গরমের’ বাধা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি পালন করেনি বিএনপি। আজ বৃহস্পতিবার সকালে এই কর্মসূচি পালনের কথা থাকলেও প্রচণ্ড গরমের কারণে তা পালন করা সম্ভব হয়নি বলে দলের নেতারা জানিয়েছেন। 

অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে দলটির পক্ষ থেকে একদিনের এই অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের রথখোলা এলাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও শহরের মুকসেদপুর এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই কর্মসূচি পালনের কথা ছিল। 

এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা কিছু নেতা-কর্মী নিয়ে রথখোলা মাঠে জড়ো হয়েছিলাম। পরে সেখান থেকে আর বিদ্যুৎ অফিসের সামনে যাইনি। তা ছাড়া প্রচণ্ড গরম ছিল। বিদ্যুৎ অফিসের সামনে সড়কে বেশি জায়গাও নেই। তাই পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করতে যাইনি।’ 

এ বিষয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া বলেন, ‘একদিকে তাপমাত্রা বেশি, অন্যদিকে পিডিবি ও পল্লী বিদ্যুৎ কার্যালয়ে যেতে পুলিশ আমাদের বাধা দেয়। তাই আমরা কিছু লোক রথখোলা মাঠে অবস্থান করি আর আর কিছু লোক গিয়ে স্মারকলিপি দিই।’ 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিএনপির কেন্দ্র ঘোষিত সময় অনুযায়ী বেলা ১১টায় পিডিবি কিশোরগঞ্জ কার্যালয় ও কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে জেলা বিএনপির কোনো নেতা-কর্মীও নেই। তবে দুই স্থানেই সকাল থেকেই বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি ছিল। নির্ধারিত সময়ের প্রায় আধঘণ্টা পর জেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনসহ ১০-১২ জন নেতা-কর্মী পিডিবি কার্যালয়ে যান। তাঁরা পিডিবির নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি দেন। দুপুর সাড়ে ১২টার দিকে জেলা পল্লী বিদ্যুৎ কার্যালয়ে গিয়ে ব্যবস্থাপকের কাছে স্মারকলিপি দেন দলের নেতা-কর্মীরা। 

জানা গেছে, বিদ্যুতের ‘অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে’ অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। একই সঙ্গে স্মারকলিপিও দেওয়ার ঘোষণা দেন তারা। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের সব জেলার বিদ্যুৎ কার্যালয় প্রাঙ্গণে এই অবস্থান কর্মসূচিসহ স্মারকলিপি দেওয়ার কথা ছিল। গত মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন। 

এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, ‘কর্মসূচিতে তারা কেউ আসেনি। তবে তারা স্মারকলিপি দিয়েছে।’ 

পিডিবির কিশোরগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শামীম আহমেদ ও কিশোরগঞ্জ পল্লী বিদ্যুতের বিভাগীয় ব্যবস্থাপক (জিএম) জুলফিকার হোসেন বিএনপির নেতা-কর্মীরা স্মারকলিপি দিয়েছেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন।

বিয়ের তিন বছরের মাথায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

নরসুন্দার তীর থেকে ৪ শতাধিক গ্রিল উধাও

বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, নিষেধ করায় তোপের মুখে ইউএনও

যুবদল নেতার মামলায় আসামি মৃত ব্যক্তি, হাজতি ও প্রবাসী

হাওরে বিদ্যুৎ সংযোগ: বাঁশের খুঁটিতে ৩৩,০০০ ভোল্টের লাইন

কিশোরগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে টমটম খাদে পড়ে চালকের মৃত্যু, আহত ৩

ইটনায় সংঘর্ষে প্রাণ গেল যুবকের

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলে এককাট্টা বিএনপির পাঁচ নেতা

ইটনায় যুবদল নেতার বিরুদ্ধে তিন বাড়িতে হামলা-লুটপাট চালানোর অভিযোগ

খোঁপার ভাঁজে লুকানো ২ হাজার ইয়াবা, ভৈরবে নারী আটক