কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় খালের পানিতে ডুবে আকাইদ হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১২টার দিকে বাঙ্গালপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। শিশুটি নাজিরপুর এরশাদ নগর গ্রামের জামাল মিয়া ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়ির আঙিনায় খেলছিল শিশুটি। এক সময় সবার অজান্তে বাড়ির পাশের খালের পানিতে ডুবে যায়। তাকে দেখতে না পেয়ে স্বজনেরা খুঁজতে থাকেন। পরে খালের পানি থেকে শিশুটিকে উদ্ধার করে দুপুর ১টায় অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক চম্পক বাড়ৈ পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।