হোসেনপুরে ভারী পাথর কেটে শিলপাটা তৈরি করে স্বাবলম্বী হয়েছেন গৃহবধূ ফাতেমা খাতুন।
ফাতেমা খাতুন হোসেনপুর পৌরসভাধীন মধ্য আড়াইবাড়িয়া গ্রামের ওয়াহাব মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, ভারত সীমান্তের হিলি বন্দরসহ বিভিন্ন এলাকা থেকে ভারী আয়তাকার পাথর কিনে ১০ জন শ্রমিক দিয়ে প্রতিদিন কাজ করান তিনি। প্রতিটি শিলপাটা তৈরিতে মজুরি হিসেবে শ্রমিককে দেন ৩০ টাকা।
বড় শিলপাটা ৫০০ টাকা, মাঝারি ৩৫০ টাকা এবং ছোট ৩০০ টাকা দরে বিক্রি করেন ফাতেমা। এছাড়াও উৎপাদিত শিলপাটা দেশের বিভিন্ন স্থানে পাইকারী ও খুচরা মূল্যে বিক্রি করেন তিনি।
ফাতেমা খাতুন বলেন, আমার ছেলে রবিন ঢাকার হার্ডওয়্যার দোকানে কর্মচারী ছিল। সেখান থেকে কাজ শিখে বাড়িতে ওয়ার্কশপ গড়ে তোলে। বর্তমানে পরিবারের সবাই এই কাজের সাথে জড়িত।
হোসেনপুর সংরক্ষিত আসনের কাউন্সিলর জাকিয়া সুলতানা জানান, স্থানীয়ভাবে এ শিল্প গড়ে ওঠায় অনেক নারী উদ্যোক্তা সৃষ্টি হয়েছে।