হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

প্রতিবেশী দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে বৃদ্ধা নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে বানেছা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বানেছা বেগম শিমুলিয়া গ্রামের মৃত নূর মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যার পর শিমুলিয়া গামের শুকুর মামুদের ছেলে সাদেক (১৮) বাড়ির পাশে খোলা জায়গায় বসে পায়খানা করছিল। এ সময় প্রতিবেশী রতনের ছেলে শামীম (৮) টর্চ লাইট জ্বালিয়ে যাওয়ার সময় টর্চ লাইটের আলো সাদেকের ওপর পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে সাদেক লাঠি দিয়ে শামীমকে আঘাত করলে শামীম পানিতে পড়ে যায়। পরে শামীমকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়।

এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় শামীমের স্বজনরা সাদেকের বাড়িতে অভিযোগ দিতে গেলে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

এ সময় প্রতিবেশী বৃদ্ধা বানেছা বেগম সংঘর্ষ থামাতে গেলে তার মাথায় লাঠির আঘাত পড়ে। এ সময় বৃদ্ধা বানেছাসহ পাঁচজন আহত হন।

তাঁদেরকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বানেছার মৃত্যু হয়। 

আহত অন্যরা হলেন একই গ্রামের রতন, আবু হানিফ, বকুল ও নাজমা।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় রশিদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়া আজকের পত্রিকাকে বলেন, প্রথমত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের বিষয়টি ন্যক্কারজনক। এবং তাঁদের সংঘর্ষ থামাতে গিয়ে প্রতিবেশী বৃদ্ধা নিহতের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা আশা করব পুলিশ প্রকৃত দোষীদের আইনের এনে বিচারের সম্মুখীন করবে।

নিহতের লাশ কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ময়নাতদন্তের পর তাঁর নিজ বাড়িতে দাফন সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানা গেছে।

 

কিশোরগঞ্জের ৬টি আসন: প্রতীক বরাদ্দের আগেই প্রচার

অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী রেহা কবিরের গণসংযোগ

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা