হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

হাঁসের জন্য শামুক কুড়াতে গিয়ে হাওরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাওরে হাঁসের খাবার সংগ্রহ করতে গিয়ে পানিতে ডুবে সিরাজুল ইসলাম (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গুণধর ইউনিয়নের খয়রত গ্রামের বড় হাওরে এ ঘটনা ঘটে। মৃত সিরাজুল ইসলাম খয়রত গ্রামের বাসিন্দা এবং কৃষক ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলামের বাড়িতে পালিত চারটি হাঁস রয়েছে। হাঁসগুলোর জন্য শামুক কুড়াতে তিনি আজ সকাল ১০টার দিকে ঠেলা জাল নিয়ে বড় হাওরে যান।

বেলা ১টার দিকে আব্দুল হামিদ সড়কের পশ্চিম পাশে বড় হাওরের গভীর পানিতে ঠেলা জালসহ তাঁকে নিথর অবস্থায় দেখতে পান এলাকাবাসী। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

নিহতের মেজো ছেলে বরজু মিয়া বলেন, ‘বয়সের কারণে বাবা অন্য কোনো কাজ করতেন না। বাড়ির হাঁসগুলোর দেখভাল করতেন। তাঁর বড় কোনো শারীরিক সমস্যা ছিল না। ধারণা করছি, শামুক কুড়াতে গিয়ে গভীর পানিতে পড়ে যাওয়ায় তিনি ঠাঁই না পেয়ে ডুবে যান।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বলেন, ‘বড় হাওরে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা জায়গাটি পরিদর্শন করেছে।’

নারীকে বেধড়ক পিটিয়ে রাস্তায় ফেলে এল স্বামী, কামড়াল কুকুর

কিশোরগঞ্জে হকারদের হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করলেন বরখাস্ত স্কুল সভাপতি

ইটনায় জমির বিরোধ নিয়ে সংঘর্ষে যুবক নিহত

কিশোরগঞ্জ: আ.লীগের ঘাঁটিতে নজর বিএনপির

কিশোরগঞ্জে বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন

আদালতের নির্দেশে উচ্ছেদ কার্যক্রম চালানোর সময় দোকানপাটে আগুন দিল বিবাদী পক্ষ

কিশোরগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর্ষ, অস্ত্রসহ ২২ জন গ্রেপ্তার

নরসিংদীতে ভূমিকম্পে নিহত বাবা-ছেলের পাকুন্দিয়ার বাড়িতে কান্নার রোল

ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে প্রাণ গেল দুই ভাইয়ের