হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু

প্রতিনিধি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলেসহ একই পরিবারের তিনজন মারা গেছেন। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের জালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতরা হলেন মো. হারুন মিয়া (৩৫), তাঁর ছেলে বাবলু (১৪) ও ভাতিজা আবু সাঈদ (১০)।

তিনি জানান, জালিয়া গ্রামের জনৈক ফারুকের বাড়ি থেকে তাঁর এক আত্মীয়ের ঘরে বিদ্যুতের সংযোগ দেওয়ার কাজ চলছিল। এক পর্যায়ে ফারুকের ঘরের পেছনে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় জালিয়া গ্রামের বুরহান মিয়ার ছেলে ৫ম শ্রেণির ছাত্র আবু সাঈদ। ভাতিজাকে বাঁচাতে গিয়ে হারুন মিয়া ও তাঁর ছেলে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র বাবলু বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ওই বাড়িতে অন্য একটি মিটার থেকে অবৈধ বিদ্যুতের লাইন নেওয়া হয়েছিল। সমিতির পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

নির্বাচনী হলফনামা: কাজী রেহা কবিরের বার্ষিক আয় ৫ লাখ ৪৪ হাজার টাকা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার