স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় কিশোরগঞ্জের ভৈরবে ২ দিন ব্যাপী উত্তরণ মেলার আয়োজন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে মেলার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা।
এ সময় তিনি বলেন, স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ায় প্রধানমন্ত্রীর নিদের্শে ২ দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি পদক্ষেপ নিচ্ছি সেটা এ মেলার মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার হিমাদ্রি খিসা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খোরশিদ আলম, উপজেলা প্রকৌশলী মো. আবু ইফসুফ, সহকারি পুলিশ সুপার মো. রেজুয়ান দিপু, ভৈরব থানার ওসি মো. শাহিন প্রমূখ।