কিশোরগঞ্জে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নের ঝিকরজোড়া এলাকার সোহেল মিয়ার মাছের খামারে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের আব্দুল আজিজের ছেলে আবুল কালাম ও কটিয়াদী উপজেলার সহশ্রাম গ্রামের মুক্তার উদ্দিনের ছেলে জুয়েল মিয়া।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতদের স্বজনেরা জানান, কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নের ঝিকরজোড়া এলাকার একটি মৎস্য খামারে আজ সকালে পরিচর্যার কাজ করেছিলেন তিন কর্মচারী। সকালে বৃষ্টিসহ বজ্রপাত হচ্ছিল। এ সময় বজ্রপাতে মাছের খামারের ওই তিন কর্মচারী গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কুয়েত মিয়া ও আবুল কালামকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহত রতন মিয়া (৪৫) কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অন্যদিকে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।