হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

নবজাতক মৃত্যুর ১ মাস পর মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মারুফা আক্তার (২৪) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করে পাকুন্দিয়া থানা-পুলিশ। নিহত মারুফা আক্তার উপজেলার চরফরাদী ইউনিয়নের গাংধোয়ারচর গ্রামের মিনহাজ উদ্দিনের স্ত্রী। মিনহাজ উদ্দিন পেশায় একজন অটোরিকশা চালক।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে মিনহাজ উদ্দিন বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাকাডাকি করতে থাকেন। একপর্যায়ে দেখতে পান বসতঘরের ভেতর থেকে দরজা লাগানো। পরে দরজা ভেঙে মারুফাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান মিনহাজ। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারুফাকে মৃত বলে ঘোষণা করেন। এক মাস আগে এ দম্পতির নবজাতক মারা যান। এরপর থেকেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন মারুফা আক্তার। এ শোকেই সে ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারী আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

বিয়ের তিন বছরের মাথায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

নরসুন্দার তীর থেকে ৪ শতাধিক গ্রিল উধাও

বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, নিষেধ করায় তোপের মুখে ইউএনও

যুবদল নেতার মামলায় আসামি মৃত ব্যক্তি, হাজতি ও প্রবাসী

হাওরে বিদ্যুৎ সংযোগ: বাঁশের খুঁটিতে ৩৩,০০০ ভোল্টের লাইন

কিশোরগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে টমটম খাদে পড়ে চালকের মৃত্যু, আহত ৩

ইটনায় সংঘর্ষে প্রাণ গেল যুবকের

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলে এককাট্টা বিএনপির পাঁচ নেতা

ইটনায় যুবদল নেতার বিরুদ্ধে তিন বাড়িতে হামলা-লুটপাট চালানোর অভিযোগ

খোঁপার ভাঁজে লুকানো ২ হাজার ইয়াবা, ভৈরবে নারী আটক