হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাচ্চু মিয়া (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ জুলাই) সৌদি আরবের স্থানীয় সময় বিকেল ৩টার দিকে মক্কা শহরে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

বাচ্চু মিয়ার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। তিনি পাকুন্দিয়ার সৈয়দগাঁও পশ্চিমপাড়া বড় জামে মসজিদের খাদেম মো. আবদুল খালেকের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে সৌদি আরবে রয়েছেন। সৌদি আরবের মক্কা শহরের একটি কোম্পানিতে তিনি চাকরি করতেন। সংসার জীবনে তাঁর স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মাস দেড়েক আগে দেশে এসে তিন মাসের ছুটি কাটিয়ে সৌদি আরবে ফিরে যান বাচ্চু মিয়া। সোমবার সৌদি আরবের স্থানীয় সময় বিকেল ৩টার দিকে মক্কা শহরে মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাচ্চু মিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে এক প্রবাসী মোবাইল ফোনে বাচ্চু মিয়ার মৃত্যুর খবরটি পরিবারকে জানান। 

বাচ্চু মিয়ার মৃত্যুর খবরে পরিবারসহ এলাকা জুড়ে শোকের মাতম চলছে। 

পাকুন্দিয়া পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাচ্চু মিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারসহ এলাকাজুড়ে মাতম চলছে। মরদেহ দ্রুত দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি দাবি জানাচ্ছি।’

কিশোরগঞ্জের ৬টি আসন: প্রতীক বরাদ্দের আগেই প্রচার

অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী রেহা কবিরের গণসংযোগ

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা