হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে হত্যা মামলায় একজনের ফাঁসি

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে কৃষক বাচ্চু মিয়া (৩৫) হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও অপর চারজনকে খালাস দিয়েছেন আদালত। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নার্গিস ইসলাম আজ সোমবার সকালে আসামিদের উপস্থিতিতে আদালতে এ রায় ঘোষণা করেন। 

কিশোরগঞ্জের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহ আজিজুল হক রায়ের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিম উদ্দিন (৩৫) কিশোরগঞ্জ সদর উপজেলার কর্ষাকড়িয়াইল ইউনিয়নের মনাকর্ষা গ্রামের মো: আবদুল মজিদের ছেলে। অভিযোগ প্রমাণ না হওয়ায় মামলার অপর চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে মনাকর্ষা গ্রামের জসিম উদ্দিনের লোকজনের সঙ্গে বাচ্চু মিয়ার লোকজনের বিরোধ চলছিল। এ ঘটনার জেরে ২০০৮ সালের ১৫ সেপ্টেম্বর বিকেলে ১১ বছরের ছেলেকে সঙ্গে নিয়ে বাজারে ধান বিক্রি করতে যাওয়ার পথে ছেলের সামনেই কৃষক বাচ্চু মিয়াকে কুপিয়ে হত্যা করে জসিম উদ্দিন ও তাঁর ভাইয়েরা। এ ঘটনায় নিহত বাচ্চু মিয়ার ভাই হারুন অর রশীদ বাদী হয়ে ছয়জনকে আসামি করে ওই দিন রাতেই কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

আদালত সাক্ষ্য-প্রমাণ শেষে আজ সোমবার রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট রাখাল চন্দ্র দে ও আসামি পক্ষে মো. মিজানুর রহমান মামলা পরিচালনা করেন।   

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৫৭ প্রাথমিক স্কুল, ব্যাহত পাঠদান

কিশোরগঞ্জের ৬টি আসন: প্রতীক বরাদ্দের আগেই প্রচার

অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী রেহা কবিরের গণসংযোগ

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা