হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে শিশু অপহরণের পর মুক্তিপণ দাবি, ২ কিশোরসহ গ্রেপ্তার ৩

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের কটিয়াদীতে ২২ মাস বয়সী মামাতো ভাইকে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগে এক কিশোরসহ (১৫) তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার অপহৃত শিশুকে উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করে পুলিশ। উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের পূর্ব চাতল গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গ্রেপ্তার অন্যদের মধ্যে নুরুদ্দিন (৪০) ছাড়াও আরেক কিশোর রয়েছে। পুলিশ ওই তিনজনকে আদালতে সোপর্দ করলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘গত মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে ওই শিশুকে নিয়ে তার কিশোর মামাতো ভাই বাড়ির পেছনে অন্য শিশুদের সঙ্গে খেলতে যায়। বেলা ৩টার দিকে কিশোর একা বাড়ি ফিরে আসে। শিশুর বিষয়ে জানতে চাইলে সে বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। সন্ধ্যায় শিশুটির মায়ের মোবাইল ফোনে ভিডিও কল দিয়ে শিশুকে দেখিয়ে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে না পারলে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেয়।

ওসি তরিকুল ইসলাম বলেন, ‘রাতেই শিশুর মা এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ জানালে পুলিশ ওই কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ সদরের নগুয়া এলাকার একটি বাসা থেকে গতকাল বুধবার ভোরে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত আরেক কিশোরসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।’

ওসি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটিকে অপহরণ করে ওই কিশোর কিশোরগঞ্জ সদরে তার বন্ধুর নানার বাসায় রাখে। পরে শিশুটির মায়ের কাছে মুক্তিপণ দাবি করেছিল বলে স্বীকার করে। অভিযুক্ত কিশোর মাদকাসক্ত বলে জানায় তার স্বজনেরা। মাদকের টাকা জোগাতেই তাকে অপহরণ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।’

ভৈরবে গ্যাসের লিকেজ থেকে আগুন, ১০ শিশুসহ দগ্ধ ১৫

নারীকে বেধড়ক পিটিয়ে রাস্তায় ফেলে এল স্বামী, কামড়াল কুকুর

কিশোরগঞ্জে হকারদের হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করলেন বরখাস্ত স্কুল সভাপতি

ইটনায় জমির বিরোধ নিয়ে সংঘর্ষে যুবক নিহত

কিশোরগঞ্জ: আ.লীগের ঘাঁটিতে নজর বিএনপির

কিশোরগঞ্জে বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন

আদালতের নির্দেশে উচ্ছেদ কার্যক্রম চালানোর সময় দোকানপাটে আগুন দিল বিবাদী পক্ষ

কিশোরগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর্ষ, অস্ত্রসহ ২২ জন গ্রেপ্তার

নরসিংদীতে ভূমিকম্পে নিহত বাবা-ছেলের পাকুন্দিয়ার বাড়িতে কান্নার রোল