কিশোরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মোছা. রুবিনা আক্তার (৩২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৫ মে) সকালে সদর উপজেলার নগুয়া বগাদিয়া তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। রুবিনা ওই এলাকার মো. মনিরের স্ত্রী।
প্রতিবেশীরা জানান, আজ সকালে রান্নাঘরে রান্না করতে যান রুবিনা। এ সময় বৈদ্যুতিক হিটার মেশিনে বিদ্যুতায়িত হয়ে অজ্ঞান হয়ে পড়েন তিনি। স্থানীয় বাসিন্দারা তাঁকে দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুবিনাকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এক নারীর বিদ্যুতায়িত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।