হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভৈরবে চলন্ত বাসে উঠতে গিয়ে ব্যবসায়ী নিহত

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত বাসে উঠতে গিয়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে শহরের ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ব্যবসায়ী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। তিনি বলেন, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ বাসটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে যান। এ বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। 

নিহত ব্যবসায়ী হলেন ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার টিএ রোডের কাজীপাড়া মহল্লার মৃত চাঁন মিয়ার ছেলে মিজানুর রহমান (৫৫)। তিনি কন্টিনেন্টাল কুরিয়ারের ব্যবসায়ী ছিলেন। মিজানুর ব্যবসায়িক কাজে ভৈরবে এসেছিলেন। 

কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী সোহাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় মিজানুর গুরুতর আহত হন। পরে পুলিশের সহযোগিতায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার পর বাসটিকে ধাওয়া করে সৈয়দ নজরুল ইসলাম সেতুর পাশের আশুগঞ্জ এলাকা থেকে আটক করেন স্থানীয় লোকজন। 

এ বিষয়ে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব টোল প্লাজার ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, ‘টোল প্লাজার ক্লোজড সার্কিট ক্যামেরায় দেখা গেছে মিজানুরসহ তিন যাত্রী সোহাগ পরিবহনের বাসটিকে থামার জন্য ইশারা দেন। পরে চলন্ত বাসে উঠতে গেলে বাসের দরজা বন্ধ থাকায় তিনি ধাক্কা খেয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।’ 

হাসপাতালে আনার আগেই মিজানুরের মৃত্যু হয়েছে বলে জানান ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিনিতা দাস। তিনি বলেন, নিহতের মাথায় আঘাত ও কান দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এর ফলে তাঁর মৃত্যু হয়।

বিয়ের তিন বছরের মাথায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

নরসুন্দার তীর থেকে ৪ শতাধিক গ্রিল উধাও

বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, নিষেধ করায় তোপের মুখে ইউএনও

যুবদল নেতার মামলায় আসামি মৃত ব্যক্তি, হাজতি ও প্রবাসী

হাওরে বিদ্যুৎ সংযোগ: বাঁশের খুঁটিতে ৩৩,০০০ ভোল্টের লাইন

কিশোরগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে টমটম খাদে পড়ে চালকের মৃত্যু, আহত ৩

ইটনায় সংঘর্ষে প্রাণ গেল যুবকের

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলে এককাট্টা বিএনপির পাঁচ নেতা

ইটনায় যুবদল নেতার বিরুদ্ধে তিন বাড়িতে হামলা-লুটপাট চালানোর অভিযোগ

খোঁপার ভাঁজে লুকানো ২ হাজার ইয়াবা, ভৈরবে নারী আটক