হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভৈরবে মশার কামড়ে অতিষ্ঠ পৌরবাসী, নিশ্চুপ পৌর কর্তৃপক্ষ  

প্রতিনিধি, ভৈরব

মশার কামড়ে অতিষ্ঠ ভৈরব পৌর এলাকার মানুষজন। মশা নিধনের কোন পদক্ষেপ না থাকায় ক্রমশ বেড়েই চলেছে মশার উপদ্রব। এতে ডেঙ্গুসহ মশাবাহিত নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন পৌরবাসী। 

স্থানীয়রা অভিযোগ করে বলেন, মশার উপদ্রবের জন্য মূলত দায়ী পৌরসভার ভেতরে ময়লা-আবর্জনার স্তূপ। মশার কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বাসা-বাড়ি, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান, অফিসসহ বিভিন্ন স্থানে মশার আক্রমণ থেকে রক্ষা পাচ্ছেন না কেউ। 

ভৈরব পৌরসভার ১২টি ওয়ার্ডের জন্য অন্তত ১২টি মশক নিধন মেশিন দরকার। কিন্তু সেখানে মশা নিধনের জন্য দু’টি ফগার মেশিন। পৌরসভার নালা নর্দমায় অপরিষ্কার পানি জমে থাকা, নিয়মিত পরিষ্কার না করা এবং যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে মশা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছেন পৌরবাসী। এছাড়া পৌরসভার প্রায় সব এলাকায় মশার বিস্তার চরম আকার ধারণ করেছে বলে মনে করেন তারা।  

পৌর শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়ার মাহমুদুল হাসান রিগান জানান, মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় পৌরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। পৌর কর্তৃপক্ষ সড়কের পাশে ময়লা আবর্জনা ফেলার কারণে ও নালা-নর্দমাগুলোতে মশক নিধন স্প্রে না করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। নিয়মিত মশা নিধনকারী ওষুধ প্রয়োগ করা হলে হয়তো পৌরবাসী এ দুর্ভোগ পোহাতে হতো না।

কয়েকজন শিক্ষার্থী জানান, এতো মশা যে কয়েল দিলেও কাজ হয় না। মশার গুণগুণ শব্দে এবং কামড়ে ভীষণ বিরক্ত লাগে। পড়াশুনাও ঠিকমতে করতে পারছি না। মশার বংশ বিস্তার রোধে ওষুধ ছিটানোর কথা থাকলেও পৌর কর্তৃপক্ষের ওষুধ ছিটানোর কোন খবর নেই।

পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ দ্বীন ইসলাম বলেন, মশক নিধন ছিটানোর জন্য পৌরসভায় থেকে আমরা দুটি নতুন ফগার মেশিন অতিশীঘ্রই কেনা হবে। চারটি ফগার মেশিন দিয়ে মশা নিধনের ওষুধ ছিটানো হবে বলে আশ্বাস দেন তিনি। 

এ বিষয়ে নবনির্বাচিত পৌর মেয়র ইফতেখার হোসেন বেণু জানান, পৌরবাসীকে মশার কামর থেকে রক্ষা করাই হবে আমার প্রথম কাজ। পৌরসভার সব জায়গায় মশা নিধন করতে ওষুধ ছিটানো হবে। উন্নতমানের ওষুধ ক্রয় করতে নির্দিষ্ট বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। অচিরেই কার্যক্রম শুরু করা হবে।

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

নির্বাচনী হলফনামা: কাজী রেহা কবিরের বার্ষিক আয় ৫ লাখ ৪৪ হাজার টাকা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার