হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

পাকুন্দিয়ায় শতাধিক কিশোরী পেল রঙিন ছাতা 

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে শতাধিক কিশোরীর মাঝে রঙিন ছাতা বিতরণ করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ছাতা বিতরণ করা হয়। 

জানা যায়, বেসরকারি এনজিও সংস্থা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শতাধিক কিশোরীর মাঝে রঙিন ছাতা বিতরণ করা হয়। এ সময় বাল্যবিবাহ প্রতিরোধে কিশোরীদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে। 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে এনজিও সংস্থা পপি কিশোরী শিক্ষার্থীদের মাঝে রঙিন ছাতা বিতরণ করেছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর তাদের সহযোগিতা করে। এ সময় বাল্যবিবাহ ও নারী নির্যাতন সম্পর্কে কিশোরীদের সচেতন করা হয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কিশোরীদের হাতে ছাতা তুলে দেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত ও বেসরকারি এনজিও সংস্থা পপির কর্মকর্তাবৃন্দরা।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৫৭ প্রাথমিক স্কুল, ব্যাহত পাঠদান

কিশোরগঞ্জের ৬টি আসন: প্রতীক বরাদ্দের আগেই প্রচার

অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী রেহা কবিরের গণসংযোগ

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা