সৌদি আরবের রিয়াদে পাহাড় থেকে পড়ে মো. হাদিউল ইসলাম (২৪) নামে বাংলাদেশি মারা গেছেন। হাদিউল ইসলাম কিশোরগঞ্জ কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের গোয়াতলা গ্রামের মো. দুলু মিয়ার ছেলে।
গতকাল শনিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার দিকে রিয়াদ শহরের নিকটবর্তী একটি পাহাড়ে কর্মরত ছিলেন তিনি। কাজ করার সময় পাহাড় থেকে নিচে রাস্তায় পড়ে যায় সাদিকুল। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বিষয়টি তাঁর সহকর্মী শ্রমিক ও একই উপজেলার হৃদয় মিয়া নামের আরেক বাংলাদেশি রাতে মোবাইল ফোনে তাঁর পরিবারের সদস্যদের নিশ্চিত করেন।
নিহত হাদিউল ইসলামের চাচা আবু কালাম জানান, চার বছর আগে হাদিউল সৌদি আরবে যায়। এর মধ্যে তিনি আর দেশে আসেননি। তাঁকে হারিয়ে তাঁরা আজ দিশেহারা। তাঁর মরদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের নিকট দাবি জানান তিনি।