কিশোরগঞ্জের ভৈরব থেকে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সন্ত্রাসীর নাম কাওসার। তাঁকে গতকাল রোববার সন্ধ্যায় শহরের কমলপুর এলাকার গোধুলী সিটি থেকে গ্রেপ্তার করা হয়। কাওসারের বিরুদ্ধে হত্যাসহ এক ডজন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আজ সোমবার সকালে কাওসারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
পুলিশ সূত্রে জানা গেছে, শহরের কমলপুর মুসলিমের মোড় এলাকার শীর্ষ সন্ত্রাসী কাওসার ওরফে হায়ার কাওসারের বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইসহ নানা অভিযোগ রয়েছে। এসব ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় এক ডজন মামলা রয়েছে। এছাড়া গেল কয়েক মাস আগে কাওসার তাঁর সহযোগী বেগ গিয়ার হৃদয়কে ছুরিকাঘাত করে। ফলে গুরুতর আহত অবস্থায় হৃদয়কে তাঁর স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদয় মারা যায়। নিহতের খবরে স্বজনরা কাওসারের বাড়িতে অগ্নিসংযোগ করে। এছাড়া হৃদয় হত্যা মামলায় কাওসারকে প্রধান আসামি করা হয়।
এ বিষয়ে ভৈরব থানার ওসি মো. শাহিন আজকের পত্রিকাকে জানান, শীর্ষ সন্ত্রাসী কাওসারের বিরুদ্ধে হত্যাসহ থানায় এক ডজন মামলা রয়েছে। এত দিন সে পলাতক ছিল। গতকাল রোববার পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।