হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভৈরবে শীর্ষ সন্ত্রাসী কাওসার পুলিশের হাতে গ্রেপ্তার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরব থেকে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সন্ত্রাসীর নাম কাওসার। তাঁকে গতকাল রোববার সন্ধ্যায় শহরের কমলপুর এলাকার গোধুলী সিটি থেকে গ্রেপ্তার করা হয়। কাওসারের বিরুদ্ধে হত্যাসহ এক ডজন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আজ সোমবার সকালে কাওসারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

পুলিশ সূত্রে জানা গেছে, শহরের কমলপুর মুসলিমের মোড় এলাকার শীর্ষ সন্ত্রাসী কাওসার ওরফে হায়ার কাওসারের বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইসহ নানা অভিযোগ রয়েছে। এসব ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় এক ডজন মামলা রয়েছে। এছাড়া গেল কয়েক মাস আগে কাওসার তাঁর সহযোগী বেগ গিয়ার হৃদয়কে ছুরিকাঘাত করে। ফলে গুরুতর আহত অবস্থায় হৃদয়কে তাঁর স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদয় মারা যায়। নিহতের খবরে স্বজনরা কাওসারের বাড়িতে অগ্নিসংযোগ করে। এছাড়া হৃদয় হত্যা মামলায় কাওসারকে প্রধান আসামি করা হয়।

এ বিষয়ে ভৈরব থানার ওসি মো. শাহিন আজকের পত্রিকাকে জানান, শীর্ষ সন্ত্রাসী কাওসারের বিরুদ্ধে হত্যাসহ থানায় এক ডজন মামলা রয়েছে। এত দিন সে পলাতক ছিল। গতকাল রোববার পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।      

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৫৭ প্রাথমিক স্কুল, ব্যাহত পাঠদান

কিশোরগঞ্জের ৬টি আসন: প্রতীক বরাদ্দের আগেই প্রচার

অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী রেহা কবিরের গণসংযোগ

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা