অষ্টগ্রামে জমি থেকে কাকন মিয়া (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আজ শনিবার সকালে মরদেহটি ওই যুবকের বাড়ির পার্শ্ববর্তী জমি থেকে উদ্ধার করা হয়। তিনি কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের পূর্ব–অষ্টগ্রাম ইউনিয়নের গোয়ালহাটি গ্রামের মৃত লালচান মিয়ার ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টায় ফোন কল এলে কাকন বাড়ি থেকে বের হয়ে যান। রাতে আর বাড়িতে ফিরেননি। আজ সকালে বাড়ি থেকে কয়েকশ মিটার দূরে ঘোষপাড়ার এক জমিতে কাকনের মৃতদেহ দেখে লোকজন পুলিশে খবর দেয়। অষ্টগ্রাম থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
অষ্টগ্রাম থানার ওসি কামরুল ইসলাম মোল্লা মৃতদেহ উদ্ধার খবর নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। মামলা হলে বিষয়টি পুলিশ খতিয়ে দেখবে।